Search
Close this search box.

কাঁচপুর সেতুর নামফলক পোড়ানোয় বিএনপি জড়িত, দাবি কাদেরের

স্টাফ রিপোর্টার- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর নামফলক পুড়িয়ে ফেলার ঘটনায় বিএনপি জড়িত বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তারা (বিএনপি) আন্দোলনের নামে কী করবে, সেটা বোঝাই যাচ্ছে। তারা উদ্বোধনী ফলক ভাঙতে শুরু করেছে। তাও কোনটি? আমারও না, প্রধানমন্ত্রীর। এত বিদ্বেষ। কারা করেছে সেটা আমরা বুঝি। সত্য বেরিয়ে আসবে।’

আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে দফতর উপ-কমিটির এক প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে নতুন করে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। এর সঙ্গে শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের শত্রুরা জড়িত রয়েছে। উন্নয়ন ও অর্জনের বিরুদ্ধে যারা বিষোদ্গার করে যাচ্ছে, তারা বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতের অন্ধকারে কাঁচপুর সেতুর প্রান্তে, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী ফলকটি পুড়িয়ে ফেলেছেন।’

এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে জানিয়ে তিনি বলেন, ‘সেতু সচিব ওখানে আছেন। তাকে বিষয়টি দেখতে বলেছি। মামলা করতে হবে। তবে আমি শুধু এইটুকু বলতে চাই, আমরা যে বলি এরা পারলে… এখন শুরু করলো। এমন একটা সেতুর উদ্বোধনী ফলক ভেঙে, পুড়িয়ে ফেলেছে। এই তিন সেতু (কাঁচপুর, মেঘনা, গোমতি সেতু) চট্টগ্রামে যাতায়াতে যে স্বস্তি দিয়েছে, এতে প্রধানমন্ত্রীর অহংকারের উচ্চারণ আছে।

প্রস্তুতি সভায় আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত দফতর উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ