Search
Close this search box.

বিএনপি সরকার পতনে নয়, শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে মাঠে নেমেছে- আব্দুর রহমান

স্টাফ রিপোর্টার-বিএনপি সরকার পতন কিংবা তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্য নিয়ে নয়, শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে মাঠে নেমেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুর রহমান বলেন, বিএনপি কেবল সরকার পতনের লক্ষ্যে কিংবা তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্য নিয়ে মাঠে নামে নাই। তারা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে মাঠে নেমেছে।

তিনি বলেন, বিএনপিসহ যেসব রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখছেন, তাদের সে স্বপ্ন বাংলার মাটিতে আর বাস্তবায়ন হবে না। এদেশে সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে অবশ্যই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দেখতে চাই।

আওয়ামী লীগ মাঠ ছাড়বে না জানিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে আরেকবার আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিবারের সন্তানেরা পাঞ্জা ধরবে, লড়াই করবো, তবুও মাঠ ছাড়বো না। শেখ হাসিনা থাকলে বাংলাদেশ থাকবে, এদেশের মানুষের মুখে হাসি ফুটবে।

নেতাকর্মীদের উদ্দেশ্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, আমরা শান্তি সমাবেশ করছি। অপরদিকে একটা দানবীয় শক্তি সরকার পতনের জন্য আপ্রাণ চেষ্টা করছে। সবাইকে সতর্ক থাকতে হবে। সংবিধান বিরোধী কোন দাবি মানবে না আওয়ামী লীগ। তাদের ক্ষমতা ভাগাভাগির স্বপ্ন পূরণ হবে না।

তিনি বলেন, বঙ্গবন্ধু দিয়েছিলেন স্বাধীনতা আর শেখ হাসিনা দিয়েছেন এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি। বাংলাদেশের উন্নয়ন বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে, আর ওদের চোখে উন্নয়ন দেখে না। আগামী নির্বাচনকে ভণ্ডুল করার জন্য একটি অসাংবিধানিক শক্তিকে ক্ষমতায় আনতে চায় বিএনপি। আর কোনোদিন সেটা হবে না। বিএনপিকে বলি, নির্বাচন ডিসেম্বর হবে, নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে।

বিএনপিকে উদ্দেশ করে আব্দুর রহমান বলেন, আপনারা সমাবেশ করতে গিয়ে মানুষ পোড়াবেন না, যানবাহন পোড়াবেন না। এগুলো করতে গেলে আওয়ামী লীগ বসে থাকবে না। যারা এগুলো করবে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

তিনি আরও বলেন, নির্বাচনকালীন সরকারের প্রধান শেখ হাসিনাই থাকবেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও যদি আপনারা ম্যান্ডেট দেন তাহলে বিদেশে গিয়ে পড়ালেখা করতে হবে না। এই বাংলাদেশই হবে সিঙ্গাপুর, এই বাংলাদেশই হবে অস্ট্রেলিয়া।

জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিয়াজ জামান সজিবের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল ব্যানার্জি, ফারুক হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, শহর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, কোতোয়ালি আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী প্রমুখ।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেন, ইতিহাস ভুলে গেলে চলবে না। ৭৫ পরবর্তী ফরিদপুরে যারা আওয়ামী লীগসহ সব অঙ্গ সংগঠনের নেতৃত্ব দিয়েছিল- আজ সবাই একই মঞ্চে। অতীতের চেয়ে ফরিদপুর আওয়ামী লীগ শেখ হাসিনার বিশ্বস্ত আব্দুর রহমানের নেতৃত্বে এখন অনেক শক্তিশালী।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ