বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, আওয়ামী লীগ কখনও গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা দমন-পীড়ন চালিয়ে বিরোধী মতকে স্তব্ধ করে দিতে চায়। ভোটাধিকার হরণকারী আওয়ামী সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। দেশের জনগণ আর এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।
গাজীপুর মহানগর জামায়াতের ১০ জনসহ সারা দেশে মোট ২০ নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াত। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। শনিবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
বিবৃতিতে বলা হয়- আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে জামায়াতে ইসলামীর ডাকে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচি চলমান রয়েছে।
তিনি বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পর থেকেই পুলিশ জামায়াতের নেতাকর্মীদের বাড়ি-ঘর, ব্যবসায় প্রতিষ্ঠান ও কর্মস্থলে গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে। অভিযানকালে তারা অফিস ও বাসাবাড়িতে থাকা লোকজনকে ভয়ভীতি দেখাচ্ছে। আওয়ামী সরকার গ্রেপ্তার ও জুলুম-নির্যাতন চালিয়ে গোটা দেশকে আজ এক বৃহৎ কারাগারে পরিণত করেছে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ইসলামী রাজনৈতিক দল। মিটিং-মিছিল করা যেকোনো বৈধ রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার। এ অধিকার থেকে বঞ্চিত করার এখতিয়ার কারও নেই।
এটিএম মাছুম বলেন, আমরা সরকারের সব অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেইসঙ্গে অবিলম্বে গ্রেপ্তার ও হয়রানি বন্ধ করে গাজীপুর সিটি থেকে গ্রেপ্তারকৃত ১০ জন নেতাকর্মী এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ আলেম-ওলামাদের মুক্তি এবং কেয়ারটেকার সরকারের দাবি মেনে নিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, শনিবার দুপুরে গাজীপুর সিটি জামায়াত শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিল শেষে ফেরার পথে পথচারীসহ ১০ জন এবং দেশের অন্যান্য স্থান থেকে আরও ১০ নেতাকর্মীকে পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে বলে তারা দাবি করেছে।