বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গণবিরোধী সরকার দমন-পীড়ন করে টিকে থাকতে পারবে না। গণতন্ত্রের লড়াইয়ে বিএনপি অবশ্যই বিজয়ী হবে।
শুক্রবার (১ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিকের অধিকারসহ বিভিন্ন দাবিতে সম্মিলিত শ্রমিক পরিষদ আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, দেশে গণতন্ত্র নেই বলে সব শ্রেণির মানুষ অধিকার থেকে বঞ্চিত। অতীতেও মানুষ তাদের অধিকার হারিয়েছে, আবার তা আন্দোলনের মাধ্যমে ফিরিয়ে এনেছে। শিগগিরই ঐক্যবদ্ধ আন্দোলনে মানুষ তাদের অধিকার আদায় করবে।তিনি বলেন, সুষ্ঠু ভোটের মাধ্যমে ক্ষমতায় থাকলে সরকার শ্রমিকের কথা ভাবতো। যেহেতু তাদের জনগণের ভোটের প্রয়োজন নেই, তাই সরকার শ্রমিকদের অধিকার নিয়ে ভাবে না। আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন শ্রমজীবী মানুষের সমস্যার সমাধান হবে না। বিভিন্ন সময় শ্রমিকদের মজুরি যা বাড়ানো হয়েছে, তা দ্রব্যমূল্যসহ জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।বিএনপির এ নেতা দাবি করেন, চলমান আন্দোলন দমনে সরকার বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর যে দমন-পীড়ন অব্যাহত রেখেছে তার নিন্দা জানাই। অবিলম্বে খালেদা জিয়াসহ আটক সব নেতাকর্মীর মুক্তির দাবি করছি।