Search
Close this search box.

স্বতন্ত্রদের ওপর আ. লীগের কোনো নিয়ন্ত্রণ নেই , বললেন তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, স্বতন্ত্র প্রার্থীদের ওপর আওয়ামী লীগের কোনো নিয়ন্ত্রণ নেই। তাদের সরিয়ে দেওয়া সম্ভব হবে না। সুতরাং স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করেই জিতে আসেত হবে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এসময় শরিকদের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, যারা যোগ‌্য তাদের আসন দেওয়া হয়েছে। জাতীয় পার্টিও দেশের গণতন্ত্র রক্ষায় কাজ করছে। তাদের সঙ্গেও আলাপ চলছে। এক্ষেত্রে ১৪ দলসহ জাতীয় পার্টির সঙ্গে নির্বাচন বিষয়ে আলোচনা সাপেক্ষে কৌশলগত সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ। ভোটারদের নিরাপত্তা বিষয়ক জাতিসংঘের বিবৃতি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, এই বিবৃতি বিএনপি-জামায়াতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কারণ তারাই বিশৃঙ্খলা করে নির্বাচন বানচাল করতে চায়।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান দৃঢ় রয়েছে। এ অগ্নিসন্ত্রাসকে পুরোপুরি বন্ধ করা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ