সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবৈধ ও ডামি আখ্যা দিয়ে তা বাতিল, নেতাকর্মীদের মুক্তির দাবি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ৩০ জানুয়ারি আবারও কালো পতাকা মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি। এদিন সারা দেশের সব মহানগর, থানা, জেলা ও পৌরসভায় এ কর্মসূচি পালন করা হবে।
শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত কালো পতাকা মিছিল থেকে এই কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
এদিকে, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় থেকে ঢাকাসহ দেশের সব মহানগরে কালো পতাকা মিছিল করে বিএনপি। এর আগে, গত ২১ জানুয়ারি দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।