Search
Close this search box.

১৫ মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন জামায়াত আমির

১৫ মাস কারাভোগের পর জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান কারাগার থেকে মুক্ত হয়েছেন। সোমবার (১১ মার্চ) গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে দুপুর ২টার দিকে মুক্তি দেওয়া হয় তাকে।

শফিকুর রহমানের আইনজীবী অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০২২ সালের ১২ ডিসেম্বর দিবাগত রাত ১টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে। পরদিন ১৩ ডিসেম্বর তাকে যাত্রাবাড়ী থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। এরপর একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

শফিকুর রহমানের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। একসময় ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ