Search
Close this search box.

ছাত্র গণআন্দোলনে দিশাহারা সরকার পতন ঠেকাতে পারবে না: মির্জা ফখরুল

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে আইন-শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ, গ্রেফতার-নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ছাত্র গণআন্দোলনে দিশাহারা সরকার পতন ঠেকাতে পারবে না।

বুধবার (৩১ জুলাই) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, আইন, সংবিধান, গণতান্ত্রিক রীতি-নীতি, মানবিকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যা ইচ্ছা তাই করছে সরকার। গণতন্ত্র, ভোটাধিকার, বাকস্বাধীনতা, মতপ্রকাশ, বৈষম্যের বিরুদ্ধে চলমান আন্দোলনে বাধা দেয়া হচ্ছে। সরকার নিজেদের রক্ষার জন্য প্রকৃত হত্যাকারীদের না ধরে, বিরোধী দলের ওপর দায় চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। ছাত্র গণআন্দোলন বন্ধ করতে রাজনৈতিক সভা সমাবেশ নিষিদ্ধ, সান্ধ্য আইন জারী  এবং গণ গ্রেফতার করে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচবি। অবিলম্বে হত্যা-গুম, দমন-নিপীড়ন বন্ধের আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ