Search
Close this search box.

ডেঙ্গুতে আক্রান্ত রোগীর হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

রাকিব হাসান- দেশে গত কয়েকদিন ধরেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সবশেষ ২৪ ঘণ্টায় এ বছরের সর্বাধিক ৪৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর একদিনে একসঙ্গে এতো রোগী আর পাওয়া যায়নি। এসময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বুলেটিনে জানানো হয়, গত এক দিনে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪৮২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩২৮ জন এবং ঢাকার বাইরের ১৫৪ জন। এর আগেরদিন রোববার হাসপাতালে ভর্তি হয়েছিল ৪৪০। তার আগে গত শনিবারও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪০ জন। এটিই ছিল চলতি বছরের সর্বোচ্চ। একদিনের ব্যবধানে তা ছাড়িয়ে নতুন রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক হাজার ৬৯২ জন। তাদের মধ্যে এক হাজার ২৯৪ জন ঢাকায় ও ৩৯৮ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ১৪ হাজার ৩৬২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১২ হাজার ৬১৭ জন। এ সময়ে ঢাকায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১১ হাজার ৭১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৭৫১ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন তিন হাজার ২৯১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৮৬৬ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে। এবছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ