স্পোর্টস রিপোর্টার ॥ ‘ফিফা ট্রফির বাংলাদেশ ভ্রমণের ফলে দেশের ক্রীড়াপ্রেমীরা, বিশেষ করে তরুণ প্রজন্ম উৎসাহিত হবে।’-ফুটবল বিশ্বকাপ শিরোপা ছুঁয়ে এমনটিই বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় সংসদ ভবনের লবিতে বুধবার রাতে ফিফা বিশ্বকাপ শিরোপা ছুয়ে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, ট্রফির সঙ্গে ঢাকা সফররত ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের মিডফিল্ডার ক্রিস্টিয়ান কারেম্বু, বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন, বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগসহ ফিফা, কোকা-কোলা এবং বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। স্মৃতিচারণ করেন নিজ পরিবার সদস্যদের ফুটবল প্রেমের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন ফুটবলার ছিলেন, সে কথাও গর্ব নিয়ে বলেন তিনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনীতির বাইরে ছিলেন একজন ফুটবলপ্রেমী। ১৯৪০ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত তিনি ঢাকা ওয়ান্ডারার্সের জার্সি গায়ে ফুটবল খেলেছেন। স্ট্রাইকার পজিশনে তার খেলা ছিল সে সময়ে প্রশংসিত। ১৯৪৩ সালে বগুড়ার একটি ফুটবল টুর্নামেন্টে বঙ্গবন্ধুর অধিনায়কত্বে শিরোপা জিতেছিল ওয়ান্ডারার্স। তার সন্তানরাও ফুটবলে অনুরক্ত। শেখ কামালের হাত ধরেই ফুটবলে আবাহনী ক্রীড়া চক্র শক্ত অবস্থানে পৌঁছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘‘ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। আমরা আমাদের ছেলেমেয়েদের খেলাধুলায় সম্পৃক্ত করতে নিরলস কাজ করে যাচ্ছি।’ প্রতিনিধি দলের সঙ্গে কুশল বিনিময় শেষে প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের খেলাধুলায়, বিশেষ করে ফুটবলের সঙ্গে সম্পৃক্ততার ওপর স্মৃতিচারণ করেন। বাংলাদেশে বিশ্বকাপ শিরোপার আগমনে ফিফা, কোকা-কোলা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান শেখ হাসিনা। শিরোপা ছুয়ে দেখার সাথে ফুটবল হাতে নিয়ে উপস্থিত অতিথিদের সঙ্গে আলাপ করেন ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
ফুটবল বিশ্বকাপের আসল শিরোপা ঢাকায় আসে এবার। দুইদিনের জন্য ঢাকায় আসে শিরোপা। আজ রাতে ঢাকা থেকে পূর্ব তিমুরে যাবে শিরোপা। বুধবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বেলা সাড়ে ১১ টায় পৌছে শিরোপা। একটি বিশেষ বিমানে করে শিরোপা ঢাকায় আসে। শিরোপা নামতেই হাততালি দিয়ে স্বাগত জানান সবাই। এর আগে ২০১৩ সালে বাংলাদেশে এসেছিল বিশ্বকাপ শিরোপা। তবে সেবারের শিরোপা ছিল রেপ্লিকা। এবার বাংলাদেশে এসেছে আসল শিরোপা।
আগামী ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় কাতার বিশ্বকাপকে সামনে রেখে গত ১২ মে দুবাই থেকে কোকাকোলার আয়োজনে বিশ্বকাপ শিরোপার বিশ্ব ভ্রমণের শুরু হয়। ৫৬টি দেশ ঘোরার পথে ফিফা বিশ্বকাপের অন্যতম পৃষ্ঠপোষক কোকাকোলার উদ্যোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহায়তায় বাংলাদেশে আসে শিরোপা।