Search
Close this search box.

ওয়ানডে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন ফিট তাসকিন

ওয়ানডে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন ফিট তাসকিন

স্পোর্টস রিপোর্টার ॥ ইনজুরি থেকে এখন পুরোপুরি মুক্ত বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। শুক্রবার যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন তাসকিন। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার গায়ানায় ১০, ১৩ ও ১৬ জুলাই যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ইনজুরিতে পড়েন তাসকিন। কাঁধে চোট পান। ফিরে আসতে হয় দেশ্ েসেই থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকেন তাসকিন। পুরোপুরি ফিট না হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে তাসকিনকে রাখা হয়নি। টি২০ সিরিজেও নেই তাসকিন। তবে ওয়ানডে সিরিজে আছেন। সেই সিরিজ খেলার আগে পুরো ফিট তাসকিন ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন। ফিটনেস টেস্টে পাস মার্ক পেয়েছেন তাসকিন। সীমিত ওভারের ক্রিকেটারদের সাথেই ওয়েস্ট ইন্ডিজ উড়াল দেবেন তাসকিন।

তাসকিন এ নিয়ে বলেছেন, ‘কয় দিন আগে জিম করতে গিয়ে ব্যথা পেয়েছিলাম, এখন আল্লাহর রহমতে ঠিক আছি। গত দুই দিন বোলিং করলাম, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায় ভালো আছি এখন।’

‘একশ শতাংশ দিয়েই বোলিং করার চেষ্টা করেছি এবং এফোর্টগুলো ঠিক ছিল। সব ধরনের বলই চেষ্টা করেছি এবং এখানে আমাদের নির্বাচক, চিকিৎসকেরা সবাই ছিলেন। তারাও সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট। সমস্যা হয়নি, এখন সামনে বাকি সব আল্লাহর ইচ্ছা।’

তাসকিন বলেন, ‘দেশের জন্য খেলতে গিয়ে ইনজুরড হতেই পারি। এটা নিয়ে ভাবছি না। শহীদ হওয়ার ভয় থাকলে মুক্তিযোদ্ধারা যুদ্ধে যেত না। এখনো আমি তিন ফরমেটে খেলতে চাই। ওয়ার্ক লোড বেশি হলে পরে ভাববো এগুলো নিয়ে।’

‘আমি সব ফরমেট খেলতে চাই, সব ফরমেট। যদি কখনও দেখি পারছি না, তখন বলব। কিন্তু এখন আসলে এমন মনে হয় না। এখন ফিট হয়ে ভালোমতো খেলার সময়। আমার স্বপ্ন আসলে ওয়ার্ল্ডক্লাস হতে চাই। এখনও আসলে ঐ সময় আসে নাই যে আমার বিশ্রাম দরকার।’

‘আমি চাইব সুযোগ পেলে নিজের সেরাটা দিয়ে যেন জয় উপহার দিতে পারি। সবসময়ই এটাই ইচ্ছা থাকে। শতভাগ দেবো, বাকিটা আল্লাহর ইচ্ছা। আসলে ইনজুরি ফাস্ট বোলারদের টুকটাক হয়। কামব্যাক করতে হবে, এটাই চ্যালেঞ্জ। এটাতে মজাও আছে। আল্লাহ যদি চান প্রায় আড়াই মাস পর দলের সাথে যুক্ত হতে পারলে এটা সব থেকে বেশি আনন্দের হবে। একজন স্পোর্টসম্যানের জন্য এটাই সব থেকে শান্তির বিষয়, দলের সঙ্গে থাকা।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ