Search
Close this search box.

রোহিতের রেকর্ডের দিনে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারায় ভারত

রোহিতের রেকর্ডের দিনে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারায় ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ টি-টোয়েন্টি ক্রিকেটে খুব ভালো সময় যাচ্ছিল না ভারত অধিনায়ক ও ওপেনার রোহিত শর্মার। টানা ৯ ইনিংসে কোন হাফসেঞ্চুরির দেখা পাননি। অবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হাফসেঞ্চুরি করলেন। তাতে করে টি-টোয়েন্টিতে এখন সর্বোচ্চ রানের মালিক হওয়ার রেকর্ডও গড়ে ফেলেন রোহিত। রোহিতের ৪৪ বলে ৭ চার ও ২ ছক্কায় করা ৬৪ রানের ইনিংসে ত্রিনিদাদে ব্রায়ান লার স্টেডিয়ামে ম্যাচটিতে ৬৮ রানে জিতেও গেল ভারত।

রানখরা পেয়ে বসেছিল রোহিতকে। শেষপর্যন্ত ছন্দে ফেরার ইঙ্গিত দিলেন। ছন্দে ফিরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান করার সাথে সবচেয়ে বেশি ৫০ উর্ধ্ব ইনিংস খেলার গৌরবও এখন রোহিতের। সর্বোচ্চ ইনিংস খেলার দিক দিয়ে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলকে (৩৩৯৯ রান) পিছনে ফেলেন রোহিত। আর সতীর্থ, ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে (৩৩০৮ রান) আগেই পিছনে ফেলেছেন। ৫০ উর্ধ্ব ইনিংস খেলার দিক দিয়ে কোহলিকে পেছনে ফেলেন রোহিত। টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরিহীন কোহলি ৩০টি ৫০ উর্ধ্ব ইনিংস খেলেছেন। রোহিত ৪টি সেঞ্চুরিসহ ২৭টি হাফসেঞ্চুরি করে ৩১টি ৫০ উর্ধ্ব ইনিংস উপহার দেন।

ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে খেলতে নামার আগে ৩৩৭৯ রান ছিল রোহিতের। সর্বোচ্চ রান করার তালিকায় তখন সবার উপরে ছিলেন গাপটিল। সেখান থেকে ২১ রান করতেই গাপটিলকে পিছনে ফেলে দেন। এরপর যখন হাফসেঞ্চুরি করেন, তখন ৫০ উর্ধ্ব ইনিংসের তালিকায় কোহলিকেও নিচে নামিয়ে দেন।

ম্যাচটিতে রোহিতের হাফসেঞ্চুরির সাথে দিনেশ কার্তিকের অপরাজিত ৪১ রানে ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৯০ রান করে ভারত। জবাব দিতে নেমে ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১২২ রান করতেই পারে ওয়েস্ট ইন্ডিজ। রবীচন্দ্রন অশি^ন, আর্শদীপ সিং ও রবী বিষ্ণুই ২ উইকেট করে শিকার করেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। রোহিতের রেকর্ডের দিনে সহজেই ওয়েস্ট ইন্ডিজকে হারায় ভারত।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ