Search
Close this search box.

টেনিস ছেড়ে দিচ্ছেন সেরেনা উইলিয়ামস!

টেনিস ছেড়ে দিচ্ছেন সেরেনা উইলিয়ামস!

স্পোর্টস রিপোর্টার : হাতে আর একমাস বাকি। এরপরই আর টেনিস কোর্টে দেখা যাবে না সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা সেরেনা উইলিয়ামসকে। টেনিস ছাড়ার ঘোষণা দিয়ে ফেলেছেন। এই মাসের শেষদিকে, ২৯ আগস্ট শুরু হতে যাওয়া ইউএস ওপেনে খেলবেন। ১১ সেপ্টেম্বর শেষ হবে ইউএস ওপেন। এরপরই ৪০ বছর বয়সী এই ২৩ গ্রান্ডস্লাম জয়ী টেনিস থেকে বিদায় নেবেন।

প্রচার মাধ্যম ভোগে এক কলামে তার অবসরের খবরটি জানাতে গিয়ে সেরেনা লিখেছেন, ‘আমি অবসর শব্দটা পছন্দ করি না। এটাকে সম্ভবত প্রয়োজনের তাগিদে বিবর্তন বললে ভালো শোনাবে। আমি টেনিস থেকে দূরে সরে যাচ্ছি, টেনিসের বাইরে আমার জীবনের অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোয় মনোযোগ দিতে চাচ্ছি।’

সেরেনা লিখেছেন, ‘আমি টেনিস এবং পরিবারের মধ্যে একটাকে বেছে নেওয়ার কথা কখনও ভাবিনি। আমি মনে করি, এটা ঠিক নয়। আমি যদি পুরুষ হতাম তাহলে হয়তো আমাকে এই কলাম লিখতে হতো না। কারণ আমি খেলার জন্য বাইরে যেতে পারতাম, শিরোপার জন্য লড়তে পারতাম। পরিবার সম্প্রসারণের শ্রমটা হয়তো আমার স্ত্রীই দিতেন।’

সেরেনা তার ক্যারিয়ারে সাতটি উইম্বলডন জিতেছেন। সাতবার অস্ট্রেলিয়া ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন। ছয়টি ইউএস ওপেন জিতেছেন। এছাড়া তিনটি ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন। ৩১৯ সপ্তাহ বিশ্বের সেরা টেনিস তারকা থাকার কীর্তিও গড়েছেন তিনি। অলিম্পিয়া নামে তার পাঁচ বছরের এক সন্তান আছে। সেরেনা মা হওয়ার পরে টেনিসে ফিরলেও ইনজুরি সমস্যায় ভুগছিলেন। শেষপর্যন্ত টেনিস ছাড়ার সিদ্ধান্ত নিয়েই ফেললেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ