Search
Close this search box.

ইনজুরিতে এশিয়া কাপ শেষ হাসান মাহমুদের!

ইনজুরিতে এশিয়া কাপ শেষ হাসান মাহমুদের!

স্পোর্টস রিপোর্টার : ইনজুরি থেকে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেললেন। আবার ইনজুরিতে পড়লেন পেসার হাসান মাহমুদ। তাতে করে এশিয়া কাপে খেলা নিয়েই শঙ্কা তৈরী হয়ে গেল।

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে গতির ঝড় তুলে জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের বারোটা বাজিয়ে দেন। তাতে করে এশিয়া কাপের দলেও থাকেন এ পেসার। কিন্তু শনিবার শুরু হওয়া আনুষ্ঠানিক প্রস্তুতি ক্যাম্পের প্রথমদিনেই আবার ইনজুরিতে পড়েন এ পেসার। প্রস্তুতি ক্যাম্পে পায়ের গোড়ালিতে চোট পান এ পেসার।

এশিয়া কাপ সামনে রেখে প্রস্তুতি শুরু হয়। সকাল ১০টায় শুরু হওয়া অনুশীলনের সময় পায়ের গোড়ালিতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন তরুণ এ ডানহাতি পেসার। সাথে সাথে চিকিৎসকদের পর্যবেক্ষণে চলে যান। চোটের মাত্রা জানতে এক্স-রে করা হবে। এরপরই বলা যাবে কী অবস্থা। তবে যা বোঝা যাচ্ছে, তাতে চোট পেয়েই যেহেতু চিকিৎসকের শরনাপন্ন হতে হয়েছে ও এক্স-রে করা লাগছে, তাতে এশিয়া কাপে হয়ত আর খেলা নাও হতে পারে। কারণ, এশিয়া কাপ শুরু হতে আর বেশিদিন বাকি নেই। ২৭ আগস্ট থেকেই শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটাররা ২৩ অথবা ২৪ আগস্ট এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবেন। গ্রুপ পর্বে  ৩০ আগস্ট আফগানিস্তান ও ১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ। এশিয়া কাপ খেলতে যাওয়ার আর হাতে আছে তিন থেকে চারদিন। এই চারদিনে কী ঠিক হতে পারবেন হাসান মাহমুদ?

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেন, অনুশীলের সময় হাসান অ্যাঙ্কেলে চোট পান। এখন মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে আছে। কিছুক্ষণ পর এক্স-রে করাতে নেয়া হবে। এরপর আসলে জানা যাবে তার বর্তমান অবস্থা। এশিয়া কাপ নিয়ে শঙ্কা কি-না সেটা এক্স-রে রিপোর্ট হাতে না পেয়ে বলা যাচ্ছে না। ইনজুরি শেষপর্যন্ত হাসান মাহমুদের দুর্ভাগ্যের কারণ হয়েই দাড়াতে পারে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ