Search
Close this search box.

নিউজিল্যান্ডের কাছেও হারল বাংলাদেশ

টানা তিন হারে বিদায় সাকিবরা

মিথুন আশরাফ – ত্রিদেশিয় সিরিজে পাকিস্তানের পর  নিউজিল্যান্ডের কাছেও হারল বাংলাদেশ। এবার ৮ উইকেটে হার হলো। তাতে করে টানা দুই খেলায় হার হলো। এর আগে পাকিস্তানের বিপক্ষে ২১ রানে হারে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে খেলেননি বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। ভ্রমন ক্লান্তির দখল কাটিয়ে উঠতে পারেননি। তাই খেলা হয়নি। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামেন সাকিব। ক্রাইস্টচার্চের হাগলি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশ থেকে অনুমিতভাবেই বাদ পড়েন স্পিনার নাসুম আহমেদ। সাকিব আসায় নাসুমের জায়গা হয়নি। তবে একাদশ থেকে ব্যাটিং ব্যর্থতায় সাব্বির রহমান ও বোলিং ব্যর্থতায়  মুস্তাফিজুর রহমানকেও বাদ দেওয়া হয়। নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলামকে নেয়া হয়। তাতেও কাজ হয়নি।

টস হেরে আগে ব্যাটিং করে ১৩৭ রান করতে পারে বাংলাদেশ। ২০ ওভারে ৮ উইকেট হারায়। ব্যাট হাতে ওপেনার শান্ত ৩৩ রান করেন। নুরুল হাসান সোহান অপরাজিত ২৫ রান করেন। আফিফ হোসেন ২৪ রান করেন। বল হাতে ব্রেসলেস, বোল্ট, সাউদি, সোধি ২ উইকেট করে নেন। জবাব দিতে নেমে নিউজিল্যান্ড ১৭.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪২ রান করে জিতে যায়। ডেভন কনওয়ে অপরাজিত ৭০ রান করেন। কেন উইলিয়ামসন ৩০ রান করেন। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছিল নিউজিল্যান্ড। বাংলাদেশকে হারিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড প্রথম জয় তুলে নিল।

এ সিরিজটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতিমূলক সিরিজ। তিন দল প্রস্তুতি ভালোভাবে সেরে নিতে চায়। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার পর ১২ অক্টোবর আবার নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। পরেরদিনই পাকিস্তানের বিপক্ষে আবার লড়াই করবে।

তিন দলের সিরিজে পয়েন্ট তালিকায় সেরা দুই দল খেলবে ফাইনাল। ১৪ অক্টোবর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই সিরিজের মোট সাতটি ম্যাচের সবগুলোই হবে ক্রাইস্টচার্চের হাগলি ওভালে। প্রত্যেক দলই একে অপরের বিপক্ষে খেলবে দুটি করে ম্যাচ।

এই সিরিজ শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করবে বাংলাদেশ। ১৭ অক্টোবর আফগানিস্তান ও ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের আসল লড়াই শুরু হবে। ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসল মিশন শুরু করবে বাংলাদেশ।

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ