স্পোর্টস ডেস্ক – টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেট হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। তাতে করে সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে। আর ইংল্যান্ডের এ জয়ে বিশ্বকাপ থেকে বিদায় ঘন্টা বেজেছে বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক অস্ট্রেলিয়ার।
সিডনিতে সুপার টুয়েলভে গ্রুপ-১ এর শেষ ম্যাচে শ্রীলঙ্কা টস জিতে আগে ব্যাটিং করে। ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৪১ রান করে। ওপেনার পাথুম নিসাঙ্কা সর্বোচ্চ ৬৭ রান করেন। মার্ক উড ৩ উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে ২ বল বাকি থাকতেই জিতে ইংল্যান্ড। ৬ উইকেট হারিয়ে ১৯.৪ ওভারে ১৪৪ রান করে জিতে ইংল্যান্ড। ওপেনার অ্যালেক্স হেলস ৪৭, বেন স্টোকস অপরাজিত ৪২ ও ওপেনার জস বাটলার ২৮ রান করেন। হাসারাঙ্গা ডি সিলভা ২ উইকেট নেন।
ম্যাচটিতে জিততেই দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে খেলা নিশ্চিত করে ইংল্যান্ড। সবার আগে নিউজিল্যান্ড সেমিফাইনালে খেলা নিশ্চিত করে। ম্যাচটিতে যদি ইংল্যান্ড হারত, তাহলে ৭ পয়েন্টে থাকা অস্ট্রেলিয়া সেমিফাইনাল খেলা নিশ্চিত করত। কিন্তু ইংল্যান্ড জিতে সমান ৭ পয়েন্ট পায়। তবে রানরেটে এগিয়ে থেকে অস্ট্রেলিয়াকে (-০.১৭৩ রানরেট) বিদায় করে সেমিফাইনালে ওঠে ইংল্যান্ড (০.৪৭৩ রানরেট)। যাদের দেশে হচ্ছে বিশ্বকাপ। তারাই বিদায় নিল।