স্পোর্টস ডেস্ক – ইশ্, আর্জেন্টাইন কিংবদন্তী ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা যদি পৃথিবীতে থাকতেন, তাহলে আর্জেন্টিনার বিশ^জয়ের রাতটিতে অন্যমাত্রার আনন্দে ভরে যেত! কিন্তু তিনি এখন আর নেই। তবে তার স্বপ্ন ছিল বিশ^কাপ আবারও জিতবে আর্জেন্টিনা। লিওনেল মেসি তা করে দেখালেন। আর তাতেই করে আর্জেন্টিনা, মেসিকে অভিনন্দন জানাতে দেরি করেননি ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলে। স্মরণ করেছেন ম্যারাডোনাকেও। ইনস্টাগ্রাম পোস্টে পেলে লিখেছেন, ‘নিশ্চিত করেই ডিয়েগো এখন হাসছেন।’
পেলে লিখেছেন, ‘মেসি তার প্রথম বিশ্বকাপ জিতেছে। এটা তার প্রাপ্যই ছিল। অভিনন্দন আর্জেন্টিনা! নিশ্চিত করেই ডিয়েগো এখন হাসছেন।’
পেলে কিলিয়ান এমবাপ্পের কথাও লিখেছেন। বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা দ্বিতীয় খেলোয়াড় হয়েছেন এমবাপ্পে। এর আগে ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে ফাইনালে করেছিলেন এক গোল। এমবাপ্পের প্রশংসা করতে গিয়ে এর সবই টেনে এনেছেন পেলে, ‘আমার প্রিয় বন্ধু, এমবাপ্পে, ফাইনালে চার গোল করেছে। আমাদের খেলাটির দর্শনীয় এই ভবিষ্যৎকে দেখাটা ছিল অসাধারণ এক ব্যাপার।’ পেলে এরপর অভিনন্দন জানিয়েছেন এবারের বিশ্বকাপে অসাধারণ খেলা মরক্কোকেও।