Search
Close this search box.

বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট শুরু বৃহস্পতিবার – আর্জেন্টিনার জার্সিতে অনুশীলনে সাকিব

আর্জেন্টিনার জার্সিতে অনুশীলনে সাকিব

মিথুন আশরাফ – বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। দীর্ঘ ৩৬ বছর পর ফুটবল বিশ^কাপের শিরোপা জিতেছে। লিওনেল মেসির নেতৃত্বে শিরোপা ঘরে তুলেছে। আর্জেন্টিনা ও মেসির চরম ভক্ত বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে বৃহস্পতিবার। এরআগে অনুশীলনে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রিয় দল আর্জেন্টিনার জার্সিতে অনুশীলনে নামেন সাকিব।

বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনে ফুটবল খেলা নিয়মিত ঘটনাই। ফুটবল খেলতে সাকিব নেমে পড়লেন আর্জেন্টিনার মেসির ১০ নম্বর জার্সি পরে। সবাই হতভাগ! অনুশীলন হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টকে সামনে রেখে হচ্ছে অনুশীলন। আর সাকিব কিনা আর্জেন্টিনার জার্সি গায়ে অনুশীলনে নেমে পড়লেন!

সাকিব ঠিকমতই অনুশীলন করেছেন। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ ১৮৮ রানে হেরেছে। সাকিব প্রথম টেস্টে ইনজুরি নিয়ে খেলেন। ভারতের বিপক্ষে ওয়াডে সিরিজের দ্বিতীয় ম্যাচে উমরান মালিকের বলে পিঠে আঘাত পেয়েছিলেন সাকিব। পরে এক্সরে রিপোর্ট ভালো আসলেও অস্বস্তিতে ভুগছিলেন তিনি। চট্টগ্রাম টেস্ট খেলা নিয়েই ছিল শঙ্কা। অবশেষে খেলেন সাকিব। দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারেননি। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেছেন। জাকির হাসান (১০০) সেঞ্চুরি হাকিয়েছেন। সাকিব ৮৪ রানের ইনিংস উপহার দিয়েছেন।

এবার দ্বিতীয় টেস্টেও খেলবেন সাকিব। তবে বোলিংটা নাও করতে পারেন। এরআগে নিজেকে ভালোভাবে প্রস্তুত করছেন। শুধু সাকিব নন, দলের সব ক্রিকেটারই ভালোভাবে প্রস্তুতি সেরে নিচ্ছেন। তবে প্রস্তুতির মাঝে সাকিবের আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়ে অনুশীলন করার বিষয়টিই সবার দৃষ্টি কেড়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ