Search
Close this search box.

মেসি-নেইমার-এমবাপ্পেদের বিপক্ষে অধিনায়ক হয়ে নামছেন রোনালদো

মেসি-নেইমার-এমবাপ্পেদের বিপক্ষে অধিনায়ক হয়ে নামছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক – আর মাত্র দুই দিন। এরপরই লিওনেল মেসি-নেইমার-কিলিয়ান এমবাপ্পেদের বিপক্ষে লড়াই করতে নামবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে মেসিদের পিএসজির বিপক্ষে আল নাসের ও আল হিলালের সম্মিলিত দল সৌদি অল-স্টার একাদশ মুখোমুখি হবে। ম্যাচটিতে অধিনায়ক হয়েই মাঠে নামবেন রোনালদো।

এই ম্যাচের মধ্য দিয়ে বর্তমান সময়ের চার সেরা ফুটবলার একসঙ্গে খেলতে নামবেন। একদিকে মেসি, নেইমার, এমবাপ্পে; আরেকদিকে থাকবেন রোনালদো একা। বিশ্বকাপের পর চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার নতুন ক্লাবে অভিষেক ম্যাচের আগেই রোনালদো মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি-নেইমার-কিলিয়ান এমবাপ্পের দল পিএসজির বিপক্ষে।

সৌদি আরবের রয়েল কোর্টের অ্যাডভাইজার তুর্কি বিন আবদুল মুহসেন বিন আবদুল লতিফ আল সেখ নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে তিনি অধিনায়কের আর্মব্যান্ড রোনালদোর হাতে পরিয়ে দিচ্ছেন। সবশেষ ২০২০ সালের ডিসেম্বরে মেসির বিপক্ষে মুখোমুখি হয়েছিলেন রোনালদো। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেই ম্যাচে জুভেন্টাসের হয়ে বার্সার বিপক্ষে রোনালদো জোড়া গোল করেন।

দুই বছরেরও বেশি সময় পর সময়ের এই দুই সেরা ফুটবলারের লড়াই আবারো দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। ৬৮ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে মেসি ও রোনালদোর লড়াই দেখতে এখন পর্যন্ত ২০ লাখের বেশি টিকিটের আবেদন পড়েছে। এদিকে রিয়েল এস্টেটের এক কর্মকর্তা ২২ কোটি টাকা দিয়ে ‘বেয়ন্ড ইমাজিনেশন’ টিকিট নিশ্চিত করেছেন। তিনি পুরস্কার প্রদান মঞ্চে থাকতে পারবেন এবং ছবিও তুলবেন। পরে ড্রেসিংরুমেও দুই তারকার সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। সূত্র : গোলডটকম

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ