Search
Close this search box.

অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ : গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ : গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার – নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। নিজেদের তৃতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১৫ বল বাকি থাকতে ৫ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এরআগে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১০ রানে হারিয়েই সুপার সিক্সে খেলা নিশ্চিত করেছে।

বেনোনিতে যুক্তরাষ্ট্র টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ৪ উইকেট হারিয়ে ২০ ওভারে ১০৩ রান করতে পারে। স্নিগ্ধা পল সর্বোচ্চ ২৬ রান করতে পারে। বাংলাদেশ অধিনায়ক দিশা বিশ্বাস ২ উইকেট শিকার করে। জবাব দিতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৭.৩ ওভারে ১০৪ রান করে জিতে যায় বাংলাদেশ। স্বর্ণা আক্তার সর্বোচ্চ ২২ রান করে। রাবেয়া খান অপরাজিত ১৮, দিলারা আক্তার ১৭, মিষ্টি শাহা অপরাজিত ১৪ রান করে।

টি-টোয়েন্টি ফরমেটের এ বিশ^কাপ শেষ হবে ২৯ জানুয়ারি। ১৬ দল অংশ নিচ্ছে। ফাইনাল ম্যাচসহ মোট ৪১টি ম্যাচ হবে। বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ‘এ’ গ্রুপে আছে। বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র এই গ্রুপে আছে। চারটি গ্রুপে খেলা হচ্ছে। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের তিনটি করে দল উঠবে সুপার সিক্সে। বাংলাদেশের গ্রুপ থেকে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা সুপার সিক্সে উঠেছে। যুক্তরাষ্ট্র বিদায় নিয়েছে। সুপার সিক্সে দুটি গ্রুপে খেলা হবে। দুই গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল উঠবে সেমিফাইনালে। ২৭ জানুয়ারি সেমিফাইনাল দুটি হবে। এরপর ২৯ জানুয়ারি হবে ফাইনাল ম্যাচ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ