স্পোর্টস রিপোর্টার – দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করতে চন্ডিকা হাথুরুসিংহে এখন ঢাকায় অবস্থান করছেন। প্রধান কোচ হিসেবে যোগও দিয়েছেন। সংবাদ সম্মেলনেও অংশ নিয়েছেন। তিনি জানিয়েছেন পরিকল্পনার কথা। জানিয়েছেন, এ বছর অক্টোবরে ওয়ানডে বিশ^কাপ যেহেতু ভারতে, তাই সুযোগ থাকছে।
বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির হয়ে হাথুরুসিংহে বলেন, ‘বিশ্বকাপ যেহেতু ভারতে, তাই আমাদের সুযোগ থাকছে। তবে আমি খুব বেশি প্রত্যাশা করতে চাই না। তবে আমাদের খেলোয়াড়রা যদি ফিট থাকে, পাশাপাশি তাদের ফর্ম ধরে রাখতে পারে, তাহলে ভালো করার সুযোগ থাকবে।’
আসন্ন ইংল্যান্ড সিরিজে কী হোম অ্যাডভান্টেজ কাজে লাগাবে বাংলাদেশ? সাংবাদিকের এমন প্রশ্নে রীতিমতো ক্ষেপে যান হাথুরুসিংহে। জবাবে তিনি বলেন, ‘আপনি আগে বলুন হোম অ্যাডভান্টেজ কী? যখন আমরা নিউজিল্যান্ডে খেলতে যাই, তারা আমাদের কী ধরনের উইকেটে খেলতে দেয়। ভারত কী করছে তাদের ঘরের মাঠে? আপনার কাছে মিসাইল না থাকলে আপনি গেরিলা যুদ্ধ করবেন, তাই তো? এটা খুবই স্বাভাবিক বিষয়। সবাই নিজের দেশে খেলার সুবিধা নিবে। আমরাও নিতে পারি, এখানে তো আমি খারাপ কিছু দেখি না?’
তরুণ ক্রিকেটারদের প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘আসন্ন ইংল্যান্ড সিরিজে আমি দেখতে চাই তরুণদের। অনেকেই নতুন এসেছেন, তারা কেমন করে সেদিকে বাড়তি নজর দিতে চাই। আমার পরিকল্পনায় ওয়ানডে বিশ্বকাপ। সেই হিসেবে দলকে এগিয়ে নিয়ে যেতে চাই।’
বাংলাদেশ ক্রিকেটের জন্য সব সময়ই তার সফট কর্নার ছিল বলেও জানান হাথুরুসিংহে। বলেন, ‘আমি বাংলাদেশ ক্রিকেটকে চলে যাওয়ার পর থেকেই অনুসরণ করছি। সময়ে সময়ে খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ ছিল। বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার সব সময়ই সফট কর্নার ছিল। কারণ এটা আমার প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট। ফিরে আসার কথা মাথায় সব সময়ই কাজ করত।’
বাংলাদেশে ফেরা সম্পর্কে এই লঙ্কান কোচ আরো বলেন, ‘ভাবিনি এত তাড়াতাড়ি ফিরে আসব। কিন্তু আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যখন (বিসিবি) সভাপতি ও কিছু কর্মকর্তার সঙ্গে দেখা হলো, কিছু ব্যাপারে কথা হয়েছে। এরপর আমার মনে হয়েছে এটাই সঠিক সময় ফিরে আসার। এরপর ২০২৩ বিশ্বকাপ আছে, নিউ সাউথ ওয়েলস সিজনটা একটু দেরিতে ছিল। আমার মনে হয়েছে এটাই সঠিক সময় ফিরে আসার।’
এর আগে গত ৩১ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড দ্বিতীয় দফায় বাংলাদেশের প্রধান কোচ হিসেবে হাথুরুসিংহের নাম ঘোষণা করে। হাথুরুসিংহে এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব পালন করেছিলেন। তবে সেবার দক্ষিণ আফ্রিকা সফরের মাঝেই চুক্তির মেয়াদ শেষ করার আগেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন। আগামী ১ মার্চ শুরু হতে যাওয়া ইংল্যান্ড সিরিজ হতে যাচ্ছে দ্বিতীয় দফায় হাথুরুসিংহের প্রথম অ্যাসাইনমেন্ট।