Search
Close this search box.

সাকিব-তামিমের দ্বন্দ্বে সমস্যা দেখছেন না হাথুরুসিংহে

সাকিব-তামিমের দ্বন্দ্বে সমস্যা দেখছেন না হাথুরুসিংহে

স্পোর্টস রিপোর্টার – বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজ শুরু হচ্ছে বুধবার। এ সিরিজ শুরুর আগে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে সরগরম ক্রিকেটপাড়া। তবে তাদের দুইজনের দ্বন্দ্ব নিয়ে কোন সমস্যা দেখছেন না প্রধান কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। দলের ওপর কোন সমস্যা না হলে হাথুরুসিংহের এ নিয়ে কোন সমস্যা নেই।

সাকিব ও তামিমের দ্বন্দ্ব নিয়ে হাথুরুসিংহে জানিয়েছেন, ‘আপনাকে খুব ভালো বন্ধু হতে হবে কিংবা একসাথে খাবার খেতে হবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত দলের ওপর কোনো প্রভাব পড়ছে না, আমার কোনো সমস্যা নেই আর আমি এখানে কোনো সমস্যা দেখছিও না।’

এমন ঘটনা ক্রিকেটে অহরহ জানিয়ে হাথুরুসিংহে দাবি করেন, দেশের হয়ে খেলার সময় নিজেদের মধ্যকার দ্বন্দ্ব আর মাথায় থাকে না। তিনি বলেন, ‘আমি এখানে এসেছি ৭ দিন হয়েছে। আমি এমন কিছু ড্রেসিং রুম ও দলেও ছিলাম, যেখানে সবার সাথে সবার মিলত না। কিন্তু যখন তারা মাঠে নামত, তারা দেশের হয়ে খেলতো। জাতীয় দলের হয়ে খেললে আপনি এটিই আশা করবেন।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ