Search
Close this search box.

মেসিকে ফুটবল বিশ্বের ‘শাসক’ ঘোষণা

মেসিকে ফুটবল বিশ্বের ‘শাসক’ ঘোষণা

স্পোর্টস ডেস্ক – বিশ্বচ্যাম্পিয়ন হয়ে অমরত্ব পাওয়া আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এখন বিশ্ব ফুটবলের ‘শাসক’। তাকে ফুটবল বিশে^র ‘শাসক’ হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। প্যারাগুয়েতে অনুষ্ঠিত হয়েছে কোপা লিবার্তাদোরেসের ড্র। এই আয়োজনের সময়ই মেসিকে ‘শাসক’ ঘোষণা দিয়ে সম্মাননা প্রদান করেন দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডোমিঙ্গেজ।

এই সময় মেসির হাতে ‘ফুটবলের ব্যাটন’ তুলে দিয়ে তিনি বলেন, ‘দক্ষিণ আমেরিকা ও বিশ্ব ফুটবলের নেতৃত্ব ও শাসনভার তোমার হাতে তুলে দিলাম।’

সম্মাননা পেয়ে মেসি বলেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ, ফুটবল ক্যারিয়ারে আমি সবকিছুই অর্জন করতে পেরেছি। আমার সব সতীর্থদের ধন্যবাদ, এত সুন্দর উপহার (বিশ্বকাপ) দেয়ার জন্য। কনমেবলকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুবই বিশেণষ এবং দারুণ এক মুহূর্ত কাটাচ্ছি। অনেক অনেক ভালোবাসা পাচ্ছি।’

এক যুগেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লিওনেল মেসি। নৈপুণ্যে ভরা খেলা দেখিয়ে জিতে নিয়েছেন সাত ব্যালন ডি’অরসহ অসংখ্য ট্রফি। মেসির অর্জনের খাতায় সবচেয়ে বড় নামটি বিশ্বকাপ।

আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ জয় উদ্যাপন করতে দেশে ফিরেছেন আর্জেন্টাইন ফুটবলাররা। চ্যাম্পিয়ন হওয়ার সেলিব্রেশনের অংশ হিসেবে খেলেছেন পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ। এরই মাঝে নানা সম্মাননা পাচ্ছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। দিন দুয়েক আগে বুয়েন্স আয়ার্সে অবস্থিত আর্জেন্টিনার ট্রেনিং সেন্টারের নাম পরিবর্তন করে রাখা হয় লিওনেল আন্দ্রেস মেসি ক্যাম্প। এবার বিশ্ব ফুটবলের শাসক আখ্যা পেলেন তিনি।

মেসির বিশ্বকাপ জয়ের ভাস্কর্যও তৈরি করেছে কনমেবল। আর্জেন্টাইন সুপারস্টারের এই ভাস্কর্য রাখা হবে দুই কিংবদন্তি পেলে ও দিয়েগো ম্যারাডোনার ভাস্কর্যের পাশে। ভাস্কর্য নিয়ে মেসি বলেন, ‘এটা আসলেই অনেক বড় অর্জন। আমি কখনও এমন কিছু পাওয়ার প্রত্যাশাও করিনি।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ