স্পোর্টস রিপোর্টার – আয়ারল্যান্ডের বিপক্ষে ফলাফলের চেয়ে নিজদের উন্নতি নিয়েই বেশি ভাবছেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
বুধবার গণমাধ্যমকে হাথুরুসিংহে বলেন, শুধু ইংল্যান্ডের কন্ডিশন নিয়ে ভাবছি না, আমাদের নিজেদের সবদিকে উন্নতির জন্য ভাবছি। আমরা প্রতিপক্ষ ও ফলাফল নিয়ে চিন্তা করছি না। আমরা উন্নতির চেষ্টা করছি, সেটা যেখানেই খেলি না কেন।
আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে সিলেটে তিন দিনের ক্যাম্প করবে বাংলাদেশ। এই প্রসঙ্গে হাথুরুসিংহে আরও বলেন, আমরা যখন সিলেটে খেললাম, মনে হল ইংল্যান্ডের উইকেটের সঙ্গে এখানের কয়েকটি উইকেটের মিল রয়েছে। আমার মনে হল সেখানেই অনুশীলন করা উচিত। এছাড়া আবহাওয়ার বিষয়টি তো আছেই। তাছাড়া সিলেটে ইংল্যান্ডের মানের উইকেট পাবো।