স্পোর্টস ডেস্ক – ক্লাবের অনুমতি ছাড়া সৌদি আরব সফরে গিয়ে নিষিদ্ধ হয়েছেন লিওনেল মেসি। ফরাসি ক্লাব মেসিকে নিষিদ্ধ করেছে দুই সপ্তাহের জন্য। ফুটবল বিষয়ক জনপ্রিয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো ও আরএমসি স্পোর্টসের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ইএসপিএন।
যদিও ক্লাবের পক্ষ থেকে নিষেধাজ্ঞার ব্যাপারে এখনও কিছুই জানানো হয়নি। বিবিসি জানিয়েছে, মেসি সফরটির জন্য ক্লাবের অনুমতি চেয়েছিলেন। কিন্তু তাতে সায় দেয়নি পিএসজি। আর্জেন্টাইন তারকা সৌদি আরবের পর্যটন দূত হওয়ায় বিষয়টিকে অতটা পাত্তাও দেননি। নিজের বাণিজ্যিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে ঠিকই আরব দেশটিতে সফর করেছেন। এখন নিষেধাজ্ঞার ফলে মেসি এই সময়ে ক্লাবের হয়ে কোনও অনুশীলনে অংশ নিতে পারবেন না। এমন একটা সময় মেসি ঝামেলায় পড়লেন যখন নাকি ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ প্রায় শেষের পথে। গ্রীষ্মেই পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি শেষ হয়ে যাবে তার। তাছাড়া মার্চেই বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট রাফায়েল ইউস্তে দাবি করেছেন, ন্যু ক্যাম্পে মেসিকে ফেরাতে তার সঙ্গে যোগাযোগ রাখছে কাতালান জায়ান্টরা।