স্পোর্টস ডেস্ক – লিওনেল মেসিকে যে করেই হোক ভেড়াতে চায় আল হিলাল এফসি। আর্জেন্টাইন সুপারস্টারকে পেতে দফায় দফায় বিশাল অঙ্কের বেতন অফার করছে সৌদি প্রো লীগের দলটি। এবার প্রথম প্রস্তাবিত বেতনের চেয়ে ২০০ মিলিয়ন ইউরো বেশি পারিশ্রমিক দিয়ে মেসিকে টানতে চায় আল হিলাল।
গত জানুয়ারিতে মেসি-আল হিলালের গাঁটছড়া বাঁধার সংবাদ প্রথম জানায় ইতালিয়ান গণমাধ্যম ‘ক্যালসিওমের্কাতো’। একই সময় স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো খবর দেয়, মেসির জন্য ৩০০ মিলিয়ন ইউরো বার্ষিক বেতন প্রস্তাব করেছে আল হিলাল। এতে মেসির সাড়া না পেয়ে গত এপ্রিলে দ্বিতীয় দফায় আর্জেন্টাইন সুপারস্টারকে ভেড়ানোর প্রচেষ্টায় নেমে বেতন ১০০ মিলিয়ন ইউরো বাড়িয়ে প্রস্তাব দেয় সৌদি আরবের ক্লাবটি। দলবদল বিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছিলেন, আল হিলালের দ্বিতীয় প্রস্তাবটি বার্ষিক ৪০০ মিলিয়ন ইউরোর। নতুন খবর দিয়েছে স্প্যানিশ গণমাধ্যম ‘ফুটবল এস্পানা’। গণমাধ্যমটি জানিয়েছে, মেসিকে ভেড়ানোর তৃতীয় প্রচেষ্টায় তার বার্ষিক বেতন ৫০০ মিলিয়ন ইউরো ধরেছে আল হিলাল এফসি। ফুটবল এস্পানার প্রতিবেদনে লা লিগা টিভির চিফ জাউমে রওরেসের ভাষ্য তুলে ধরা হয়েছে। স্প্যানিশ টকশো কাদেনা সারেকে দেয়া সাক্ষাৎকারে রওরেস বলেন, ‘মেসির জন্য বার্ষিক ৫০০ মিলিয়ন ইউরোর নতুন প্রস্তাব দিয়েছে আল হিলাল এফসি। আগের প্রস্তাবটি ছিল ৪০০ মিলিয়ন ইউরোর। জউমে রওরেস জানিয়েছেন, মেসির অ্যাজেন্টের সঙ্গে নাকি কথাও বলেছে আল হিলাল এফসি।
নতুন খবর অনুযায়ী, লিওনেল মেসি যদি আল হিলালের প্রস্তাবে সাড়া দেন, তবে বাংলাদেশি টাকায় বছরে ৫ হাজার ৮০৩ কোটি ৯৮ লক্ষ ১০ হাজার ২৫০ টাকা বার্ষিক বেতন পাবেন। প্রায় ৬ হাজার কোটি টাকা।
বছরের শুরুতে ক্রিস্টিয়ানো রোনালদোকে ভেড়ায় সৌদি প্রো লীগের ক্লাব আল নাসর। এরপর মেসির সৌদি যাত্রার গুঞ্জন ছড়ালে মুন্দো দেপোর্তিভো জানিয়েছিল, রোনালদোকে ভেড়ানোর পর সৌদি আরবের নজর এবার মেসির ওপর। বিশ্ব ফুটবলে সৌদির নাম উঁচিয়ে ধরতেই এই প্রচেষ্টা। ২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে রোনালদো ও মেসিদের মতো তারকাদের ব্যবহার করতে চায় সৌদি আরব।
আল নাসর এফসিতে বার্ষিক ২০ কোটি ১৮ লাখ ইউরোর কিছু বেশি বেতন পান ক্রিস্টিয়ানো রোনালদো। বাংলাদেশি টাকায় যায় ২ হাজার ৫২৯ কোটি ৫৪ লক্ষ টাকার কিছু বেশি। অর্থাৎ, আল হিলালের প্রস্তাবে সাড়া দিলে সৌদি প্রো লীগে রোনালদোর চেয়ে দ্বিগুণের বেশি বেতন পাবেন মেসি।