Search
Close this search box.

বিশ্বকাপে প্রধানমন্ত্রীর দোয়া আমাদের সঙ্গে থাকবে: সাকিব

বাংলাদেশ জয় পেয়েছে, ভিআইপি বক্সে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ফোনে কথা বলছেন। এমন দৃশ্য ক্রিকেটভক্তদের খুবই চেনা। ফোনের ওপাশে কে থাকেন, তাও জানা। টেলিফোনে হোক কিংবা গ্যালারিতে গিয়ে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই যুক্ত থাকেন ক্রিকেটের সঙ্গে। মাস দুয়েক আগে তামিম ইকবালের অবসরের পরেও দেখা গিয়েছিল তাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন তিনি।

শুধু তামিম ইকবালের ক্ষেত্রেই না, ক্রিকেট সংশ্লিষ্ট আরও বিভিন্ন সময়েই ব্যস্ত থাকতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীকে। তাই তার ৭৭তম জন্মদিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও ছিল ক্ষুদ্র এক আয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলেছেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান।

তিনি বলেন, ‘শুধু আমাকে না, আমাদের পুরো দলকেই উনি অনেক অনুপ্রাণিত করে। কারণ সবসময় উনি ক্রিকেট নিয়ে যে যোগাযোগটা রাখে, যেভাবে খোঁজখবর নেয়। দেশের প্রধানমন্ত্রী যখন একটা জিনিসের ব্যাপারে আপনার আগ্রহ দেখাবে, স্বাভাবিকভাবেই এই জায়গাতে সবারই আগ্রহটা অনেক বেড়ে যায়। শুধু ভালো সময়ে না, খারাপ সময়েও অনেক বেশি খোঁজখবর রাখে। যেটা হয়তো বাইরের মানুষরা জানতে পারে না। কিন্তু আমরা এটা খুব ভালোভাবেই জানি।’

আমি মনে করি না এমন খেলোয়াড় দরকার আছে, তামিমকে নিয়ে সাকিব
‘আমার কাছে যেটা ফিল হয়, অনেক ক্ষেত্রে উনি মাননীয় প্রধানমন্ত্রী; এটা উনার দায়িত্ব, উনার করতে হবে। কিন্তু উনি উনার দায়িত্বের বাইরে গিয়েও অনেক কাজ করে। যেটা আর কী একজন মায়ের ফিল আপনাকে দেবে। ’

বিশ্বকাপ খেলতে ইতোমধ্যেই দেশ ছেড়েছে বাংলাদেশ। সামনের এই বড় মিশনে প্রধানমন্ত্রীর দোয়াও পাশে থাকবে, এমনই আশা টাইগার অধিনায়কের, ‘পুরো বাংলাদেশের মানুষই দোয়া করবে। আমি নিশ্চিত মাননীয় প্রধানমন্ত্রীও আমাদের জন্য দোয়া করবে। আশা করবো এই বিশ্বকাপেও আমরা ভালো কিছু করবো। এবং তার সমর্থনটা সবসময় আমাদের ভেতরে থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ