গৌহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ কেন খেলেননি সাকিব আল হাসান, এই প্রশ্নের উত্তরে জানা যায় অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে ব্যথা পান পায়ে। যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও খেলা হয়নি তার।
সাকিব আল হাসানের চোট কতটা গুরুতর সেটি দলের পক্ষে জানানো না হওয়ায় নানা গুঞ্জন তৈরি হয়। এমন কী গুঞ্জন উঠে, আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে সাকিব খেলতে পারবেন না বলেও।
অবশেষে বাংলাদেশ অধিনায়কের বর্তমান অবস্থা জানালেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্ত জানান, সাকিবকে নিয়ে কোনো শঙ্কা নেই, তিনি শতভাগ ফিটই আছেন।
সাকিবের অনুপস্থিতিতে শ্রীলঙ্কার বিপক্ষে দলকে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে নেতৃত্ব দেন নাজমুল হোসেন শান্ত। এদিন টস করতে এসে সাকিবকে নিয়ে শান্ত জানান সাকিব খেলার মতো পুরোপুরি ফিট আছেন, ‘তিনি শতভাগ ফিট আছেন। প্রথম ম্যাচ থেকেই খেলার জন্য এভেইলেবল।’
গৌহাটিতে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে হারলেও আগের ম্যাচে শ্রীলঙ্কাকে হারায় ৭ উইকেটে।আগামী মঙ্গলবার বিশ্বকাপে মূল আসরের প্রথম ম্যাচের ভেন্য ধর্মশালায় যাবে বাংলাদেশ। সেখানে আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে নামবে সাকিবরা। ১০ অক্টোবর একই ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে আছে দ্বিতীয় ম্যাচ।
এশিয়া কাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামে ছিলেন সাকিব। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচও খেলা হয়নি তার।