২০২৪ কোপা আমেরিকার সূচি প্রকাশ করেছে দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল)। সেখানে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য পথটা বেশ কঠিনই হয়েছে। অন্যদিকে তুলনামূলক সহজ প্রতিপক্ষই পেয়েছে ব্রাজিল। যদিও বর্তমানে বেশ খারাপ সময় যাচ্ছে সেলেসাওদের।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) মায়ামিতে অনুষ্ঠিত কোপা আমেরিকার ড্রয়ে এই গ্রুপিং চূড়ান্ত হয়।
আগামী বছর জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবলে সর্বোচ্চ এ প্রতিযোগিতা। টুর্নামেন্টের ৪৮তম এ আসরে খেলবে ১৬টি দল। কনমেবলের ১০ সদস্যের সঙ্গে যুক্ত হয়েছে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের (কনক্যাকাফ) ৬ দল।
ড্রয়ে দলগুলোকে এমনভাবে ভাগ করা হয়েছে, যাতে একটি গ্রুপে চার দলই কনমেবলের না হয়, আর কনক্যাকাফের ৩ দল না হয়। গ্রুপিংয়ে আর্জেন্টিনা সঙ্গে পেয়েছে কনমেবলের পেরু ও চিলিকে। এ দুটি দলই ২০২৬ বিশ্বকাপের আঞ্চলিক বাছাইয়ে খারাপ সময় পার করছে। ১০ দলের মধ্যে ৬ ম্যাচ শেষে চিলি ৮ নম্বরে ও পেরু ১০ নম্বরে অবস্থান করছে। এই গ্রুপকেই ‘ডেথ গ্রুপ’ বলছেন বিশ্লেষকরা। গ্রুপে চতুর্থ দল হিসেবে কনক্যাকাফের কানাডা বা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে পাবেন মেসিরা। আগামী মার্চে চূড়ান্ত হবে কোন দল জায়গা করে নিচ্ছে আসরের মূল পর্বে। এক্ষেত্রে যদি কানাডা খেলার যোগ্যতা অর্জন করে তাহলে নিশ্চিতভাবেই এটা ‘ডেথ গ্রুপ’ হবে জানিয়েছেন বিশ্লেষকরা।
এছাড়া উরুগুয়ে ‘সি’ গ্রুপে এবং ব্রাজিল ‘ডি’ গ্রুপে হওয়ায় এ দুটি দলের বিপক্ষে ফাইনালের আগে দেখাও হবে না আর্জেন্টিনার।
‘বি’ গ্রুপে চার দলের দুটি কনমেবলের, দুটি কনক্যাকাফের। এই গ্রুপে ফেভারিট মেক্সিকো প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইকুয়েডর, ভেনেজুয়েলা ও জ্যামাইকাকে। ‘সি’ গ্রুপে কঠিন লড়াইয়ের মুখে পড়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। উরুগুয়ে ও বলিভিয়ার সঙ্গে আছে কনক্যাকাফের পানামা।
‘ডি’ গ্রুপে কিছুটা কঠিন প্রতিপক্ষ পেয়েছে ব্রাজিলও। এখানে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে আছে কলম্বিয়া, প্যারাগুয়ে। কিছুদিন আগে বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়ার কাছে হেরেছিল ব্রাজিল। এ মুহূর্তে আঞ্চলিক বাছাইয়ে ব্রাজিল ৬ নম্বরে, কলম্বিয়া ৩ নম্বরে। অন্য গ্রুপসঙ্গী প্যারাগুয়ের অবস্থান সাতে। ব্রাজিলের সঙ্গে ‘ডি’ গ্রুপে যুক্ত হবে কোস্টারিকা ও হন্ডুরাসের যেকোনো একটি।
২০ জুন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনা খেলবে কানাডা বা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিপক্ষে। মায়ামিতে ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ জুলাই।
গ্রুপ পর্বে কে কার প্রতিপক্ষ
গ্রুপ এ: আর্জেন্টিনা, পেরু, চিলি, কানাডা/ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
গ্রুপ বি: মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা, জ্যামাইকা
গ্রুপ সি: যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া
গ্রুপ ডি: ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, কোস্টারিকা/হন্ডুরাস