Search
Close this search box.

সৌম্য-হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে ২৮৭ রানের টার্গেট

সৌম্য সরকারের রেকর্ডগড়া ইনিংসের পর তাওহীদ হৃদয়ের ক্যারিয়ারসেরা অপরাজিত ৯৬ রানের দারুণ ইনিংসে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে ২৮৬ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (১৫ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। কিন্তু শুরতেই শূন্য রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতেও ডাক মারেন লিটন দাস।

এরপর দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়েন নাজমুল হাসান শান্ত ও সৌম্য সরকার। শান্তকে বিদায় করে ৭৫ রানের এই জুটি ভেঙে দেন মাদুশঙ্কা। উইকেটের পেছনে কুশল মেন্ডিসের হাতে ধরা পড়ার আগে শান্ত করেন ৩৯ বলে ৪০ রান।

সঙ্গী হারিয়েও একপাশে লড়ে যান সৌম্য, ব্যক্তিগত ফিফটি হাঁকিয়ে দলীয় শতক পূর্ণ করেন তিনি। ফিফটি ছোঁয়ার পর ওয়ানডে ক্যারিয়ারের ২ হাজার রান পূর্ণ করেন সৌম্য সরকার। তবে মাইলফলক ছোঁয়ার পর বেশিক্ষণ টিকতে পারলেন না সৌম্য।

হাসারাঙ্গার বলে রিভার্স সুইপে মাদুশঙ্কার ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন সৌম্য। ১১ চার ও ১ ছক্কায় ৬৬ বলে ৬৮ রান করেছেন টাইগার এই ওপেনার। সৌম্যর বিদায়ের পর আরেকটি ধাক্কা খায় বাংলাদেশ।

উইকেটে এসেই ফিরে যান মাহমুদউল্লাহ। দারুণ লড়াইয়ের পর দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর তাওহিদকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন মুশফিক।

তবে এই জুটি বেশি বড় হতে দেননি হাসারাঙ্গা। সুইপ করতে গিয়ে মিস করেন মুশফিক। আম্পায়ার সাড়া না দিলে রিভিউতে মুশফিককে ফেরায় শ্রীলঙ্কা। এতে ৪৩ রানে ভাঙে পঞ্চম উইকেট জুটি। ২৮ বলে ২৫ রান করে থামেন তিনি।

হাসারাঙ্গার ঘূর্ণিতে এদিন বড় বিপদে পড়েছে বাংলাদেশ। মিরাজকে ফিরিয়ে নিজের চতুর্থ শিকার করেছেন লঙ্কান এই স্পিনার। তার ঘূর্ণিতে ফেরার আগে ১৮ বলে ১২ রান করেন মিরাজ।

এরপর তানজিম সাকিবকে নিয়ে লড়েছেন তাওহিদ। ব্যক্তিগত হাফসেঞ্চুরি ছোঁয়ার পর বাংলাদেশের পুঁজি বাড়াতে উইকেটে লড়েছেন এই তরুণ ব্যাটার। ২৯ ম্যাচের ক্যারিয়ারে হৃদয়ে সপ্তম পঞ্চশ ছোঁয়া ইনিংস পেয়েছেন তিনি।

তাওহিদকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন তানজিম সাকিব। তবে দলীয় ২৩৬ রানে মাদুশানের শিকার হন তিনি। ফেরার আগে ৩৩ বলে ১৮ রান করেন তানজিম।

এরপর তাসকিন এসেই আগ্রাসী খেলতে থাকে। তার চার-ছক্কার ফুলঝুড়ি ও তাওহিদের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ২৮৬ রানে থামে বাংলাদেশ। হৃদয় ১০২ বলে অপরাজিত থাকলেন ৯৬ রানে। তাসকিন খেলেছেন ১০ বলে ১৮ রানের ক্যামিও।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কার একাদশ

আভিস্কা ফার্নান্দো, পাথুন নিশাঙ্কা, কুশল মেন্ডিস, সাদেরা সামারাবিক্রমা, আশালঙ্কা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, দিলশান মাদুশাঙ্কা, দুনিথ ভেল্লালাগে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ