ওমানকে ৩৯ রানে হারিয়ে জয়েই বিশ্বকাপ অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়া। রেকর্ড গড়েছেন ডেভিড ওয়ার্নার। মার্কাস স্টয়নিচ অলরাউন্ড নৈপুণ্যে জয়ে অবদান রেখেছেন। ব্রিজটাউনে অজিদের পাঁচ উইকেটে ১৬৪ রানের জবাবে ৯ উইকেটে ১২৫ করে মধ্য প্রাচ্যের দেশটি।
ব্রিজটাউনের কিনেসিংটন ওভালে এদিন টস হেরে ব্যাটিং পায় অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার এক প্রান্ত ধরে রাখলেও ৫০ রানের মধ্যে ট্রাভিস হেড, অধিনায়ক মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল সাজঘরে ফেরেন। চতুর্থ উইকেটে ওয়ার্ন-স্টয়নিচ ৬২ বলে ১০২ রানের জুটি গড়েন। ১৯তম ওভারের শেষ বলে ওয়ার্নার ৫৬ রানে আউট হন স্কোর চার উইকেটে ১৫২-তে রেখে। ফিফটির ইনিংসটি খেলার পথে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্বদেশী অ্যারন ফিঞ্চকে টপকে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক বনে যান ওয়ার্নার। রান তার ৩ হাজার ১৫৫।
ওয়ার্নার ফিরে যাওয়ার পর স্টয়নিস ৩৬ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন। পাঁচ উইকেটে ১৬৪-তে পৌঁছায় অজি ইনিংস। রান তাড়ায় সুবিধাই করতে পারেনি ওমান। নিয়মিত বিরতিতে হোঁচট খেয়ে ৯ উইকেটে ১২৫ পর্যন্ত যেতে পারে তারা। ছয় নম্বরে ব্যাটিংয়ে নামা আইয়ান খান ৩০ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন। স্টয়নিস ১৯ রানে তিনটি উইকেট নেন। মিচেল স্টার্ক, ন্যাথান এলিস ও অ্যাডাম জাম্পা পান দুটি করে উইকেট।