Search
Close this search box.

জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু অস্ট্রেলিয়ার

ওমানকে ৩৯ রানে হারিয়ে জয়েই বিশ্বকাপ অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়া। রেকর্ড গড়েছেন ডেভিড ওয়ার্নার। মার্কাস স্টয়নিচ অলরাউন্ড নৈপুণ্যে জয়ে অবদান রেখেছেন। ব্রিজটাউনে অজিদের পাঁচ উইকেটে ১৬৪ রানের জবাবে ৯ উইকেটে ১২৫ করে মধ্য প্রাচ্যের দেশটি।

ব্রিজটাউনের কিনেসিংটন ওভালে এদিন টস হেরে ব্যাটিং পায় অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার এক প্রান্ত ধরে রাখলেও ৫০ রানের মধ্যে ট্রাভিস হেড, অধিনায়ক মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল সাজঘরে ফেরেন। চতুর্থ উইকেটে ওয়ার্ন-স্টয়নিচ ৬২ বলে ১০২ রানের জুটি গড়েন। ১৯তম ওভারের শেষ বলে ওয়ার্নার ৫৬ রানে আউট হন স্কোর চার উইকেটে ১৫২-তে রেখে। ফিফটির ইনিংসটি খেলার পথে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্বদেশী অ্যারন ফিঞ্চকে টপকে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক বনে যান ওয়ার্নার। রান তার ৩ হাজার ১৫৫।

ওয়ার্নার ফিরে যাওয়ার পর স্টয়নিস ৩৬ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন। পাঁচ উইকেটে ১৬৪-তে পৌঁছায় অজি ইনিংস। রান তাড়ায় সুবিধাই করতে পারেনি ওমান। নিয়মিত বিরতিতে হোঁচট খেয়ে ৯ উইকেটে ১২৫ পর্যন্ত যেতে পারে তারা। ছয় নম্বরে ব্যাটিংয়ে নামা আইয়ান খান ৩০ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন। স্টয়নিস ১৯ রানে তিনটি উইকেট নেন। মিচেল স্টার্ক, ন্যাথান এলিস ও অ্যাডাম জাম্পা পান দুটি করে উইকেট। 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ