Search
Close this search box.

আর্জেন্টিনা-মরক্কো ম্যাচে বিতর্ক ওঠা পরিস্থিতির তদন্ত শুরু

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনা ও মরক্কোর ম্যাচ দিয়ে অলিম্পিক ফুটবলের উদ্বোধন হয়েছে বুধবার। ম্যাচ চলাকালে মাঠে দর্শক ঢুকে পড়ে অনেকবার এবং দীর্ঘসময় খেলা বন্ধ রাখতে হয়। প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটি ম্যাচে দর্শকদের মাঠে ঢুকে পড়ার কারণ অনুসন্ধানে নেমেছে।

২-২ গোলে সমতায় থাকা ম্যাচ দুই ঘণ্টার বিরতি দিয়ে খেলায় ফিরলে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি ভিএআর অফসাইডের কারণে বাতিল হয়। স্টেডিয়াম থেকে দর্শকদের বের করে দেয়ার পর ফাঁকা মাঠে দীর্ঘ বিরতি কাটিয়ে চলা ম্যাচে পরে তিন মিনিটের মতো খেলা চলে। বাকি সময়ে আর গোল না পাওয়ায় আলবিসেলেস্তেরা ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে।

প্যারিস অলিম্পিক কমিটি বলছে, ‘সেন্ট-এতিয়েন স্টেডিয়ামে আর্জেন্টিনা এবং মরক্কোর মধ্যকার ফুটবল ম্যাচ কিছু সংখ্যক দর্শকের মাঠে নেমে পড়ার কারণে স্থগিত করা হয়েছিল। ম্যাচটি আবার শুরু হয় এবং ভালোভাবে শেষ হয়। প্যারিস কারণগুলো বুঝতে এবং উপযুক্ত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের সাথে কাজ করছে।’

ফরাসি ক্রীড়ামন্ত্রী অ্যামেলিয়া ক্যাস্ত্রেরা ঘটনা সম্পর্কে বলেছেন, ‘এটি সামান্য একটি ঘটনা, যা ঘটা উচিত হয়নি। আয়োজক কমিটি এবং ফিফার মধ্যে এ সংক্রান্ত আলোচনা হয়েছে এবং সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আমি প্রতিজ্ঞা করে বলছি, সেন্ট এতিয়েনে সামনের সপ্তাহে আরও একটি ম্যাচ রয়েছে এবং সবকিছু ঠিকঠাক থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ