স্পোর্টস ডেস্ক: ৩২ বছর পর ফুটবলে স্বর্ণ জিতলো স্পেন। প্যারিস অলিম্পিক গেমসের ফাইনালে ৫-৩ গোলে হারিয়েছে স্বাগতিক ফ্রান্সকে।
অলিম্পিক ফুটবলে দ্বিতীয় স্বর্ণ জয়ের লক্ষ্যে ফাইনালে মুখোমুখি হয় ইউরোপের দু’দল স্পেন ও ফ্রান্স। ১৯৯২ সালে বার্সেলোনায় প্রথম সোনা জিতেছিল স্পেন। ফ্রান্স প্রথম জেতে ১৯৮৪তে। গত বছর ফাইনালে উঠেও ব্রাজিলের কাছে হেরে গিয়েছিলো স্পেন। অধরা থাকে স্বপ্ন।
পার্ক দে প্রিন্সেসে ১১ মিনিটে ফ্রান্সকে এগিয়ে দেন মিলট। পিছিয়ে পড়ে দ্রুতই ম্যাচে সমতা আনে স্পেন। ২৫ মিনিটে লক্ষ্যভেদ করেন ফারমিন লোপেজ। এরপর আরো দু’বার ফরাসিদের জালে বল জড়ায় ইউরোপ চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে লিড থাকে ৩-১ গোলের। বিরতির পর আক্রমনের ধার বাড়ায় ফ্রান্স। চাপে পড়ে স্পেন। ৭৯ মিনিটে মাঁঘন আকলিয়ুচে ও ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে অধিনায়ক জ্যঁ-ফিলিপে মাতেতার গোলে দারুনভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। স্কোরলাইন হয় সমান। অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। উত্তেজনার লড়াইয়ে অতিরিক্ত সময়ে দু’বার ফ্রান্সের গোলরক্ষককে পরাস্ত করেন কামেয়ো।
১২০ মিনিটের লড়াইয়ে ৫-৩ গোলের জয়ে সোনার হাসি নিয়ে মাঠ ছাড়ে স্পেন। অবশেষে ৩২ বছর পর পুর্ণ হয় দ্বিতীয় স্বর্ণ জয়ের আশা। অলিম্পিক ফুটবলে উত্তর আফ্রিকার প্রথম দেশ হিসেবে পদক জিতেছে মরক্কো। মিসরকে ৬-০ গোলে বিধ্বস্ত করে ব্রোঞ্জ পায় তারা।