Search
Close this search box.

মেয়েদের বিশ্বকাপ আয়োজনে আগ্রহী জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক: অক্টোবরে ঘরের মাঠে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে বাংলাদেশের। তবে দেশের চলমান পরিস্থিতি ও নিরাপত্তা ইস্যুতে ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজন অনিশ্চিত হয়ে পড়েছে। এমন বাস্তবতায় টুর্নামেন্ট আয়োজনে আগ্রহ দেখিয়েছে জিম্বাবুয়ে।

ইএসপিএন ক্রিকইনফো জানায়, বিশ্বকাপ আয়োজনে ইচ্ছার কথা নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। সর্বশেষ ২০১৮ ও ২০১৩ সালের বিশ্বকাপের বাছাইপর্ব আয়োজন করে তারা নিজেদের সামর্থ্য দেখিয়েছে। এর আগে ২০০৩ সালে সাউথ আফ্রিকা ও কেনিয়ার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করেছিল আফ্রিকার দেশটি।

তবে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে আগামী মঙ্গলবার বোর্ড মিটিং করবে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। সেখানেই চূড়ান্ত হবে বাংলাদেশ নাকি অন্য কোথাও হবে মেয়েদের বিশ্বকাপ।

এছাড়া বিকল্প ভেন্যু হিসেবে আলোচনায় আছে সংযুক্ত আরব আমিরাতের নামও। আমিরাতে অবকাঠামো প্রস্তুত। তবে জিম্বাবুয়েতে বিশ্বকাপ আয়োজনে আমিরাতের চেয়ে খরচ কম হবে বলেও উঠে আসে প্রতিবেদনে।

মেয়েদের নবম টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ১০ দল। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও জিম্বাবুয়ের কেউই নেই। নিরপেক্ষ ভেন্যু হিসেবে বিশ্বকাপ আয়োজনের বিষয়ে জিম্বাবুয়ে বেশ কিছু বিষয় নিজেদের অনুকূলে দেখছে। সামনে ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক তারা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ