আজ থেকে বাংলাদেশে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের পরীক্ষামূলক সেবা শুরু হচ্ছে।
বুধবার (৯ এপ্রিল) হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫’ এর তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্টারলিংকের পরীক্ষামূলক সেবা উদ্বোধন করবেন। তিনি এ সময় বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরবেন।
এই সম্মেলনে অংশগ্রহণকারীরা স্টারলিংকের সেবা ব্যবহার করতে পারবেন এবং সেবাটি ব্যবহার করে সম্মেলনের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে। সম্মেলনের প্রথম দুই দিনে চীন, কোরিয়া, সুইজারল্যান্ড, আমেরিকা সহ বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা বিভিন্ন সেক্টরে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন জন্য কয়েকটি বিদেশি ব্যাংক ইতোমধ্যে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
এছাড়া, সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য কার্যক্রম শিথিল এবং জ্বালানি নীতি তৈরির ঘোষণা দিয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্মেলনের তৃতীয় দিনে বাংলাদেশে ব্যবসা স্থানান্তরের যৌক্তিকতা তুলে ধরবেন এবং বিভিন্ন সহায়তার আশ্বাস দেবেন।
স্টারলিংক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে নিবন্ধন পেয়েছে, যা ২৯ মার্চ দেওয়া হয়েছে। তবে, ইন্টারনেট সেবা প্রদান করতে হলে স্টারলিংককে বিটিআরসির কাছ থেকে লাইসেন্স নিতে হবে। উল্লেখ্য, দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো স্টারলিংকের বাণিজ্যিক সেবা ভুটানে শুরু হয়েছে এবং এবার বাংলাদেশে পরীক্ষামূলক সংযোগ চালু হচ্ছে।