মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবাকে সহজলভ্য করে এবং সিমের ওপর থেকে কর প্রত্যাহার করলে সরকারের রাজস্ব আয় ও গ্রাহকসেবা বাড়ানো সম্ভব—এমন অভিমত জানিয়েছেন টেলিযোগাযোগ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা। মঙ্গলবার রাজধানীর মহাখালীর রাওয়া কমপ্লেক্সে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবায় চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালায় এ বক্তব্য উঠে আসে।
ইনফোজিলিয়নের ব্যবস্থাপনা পরিচালক মাবরুর হোসাইন বলেন, “গ্রাহকের স্বাধীনতা নিশ্চিত করতে চাইলেও নানা বিধিনিষেধের কারণে সেই স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে। এসব বাধা দূর হলে রাজস্ব আয় বাড়ার পাশাপাশি গ্রাহকের অভিজ্ঞতাও উন্নত হবে।”
তিনি জানান, আন্তর্জাতিক এসএমএস থেকে রাজস্ব বাড়াতে এটুআপি (A2P) নীতিমালা প্রণয়ন করে আইআইজির (IIG) মাধ্যমে বাস্তবায়ন করলে সুফল মিলবে।
ইনফোজিলিয়নের টেকনিক্যাল লিড ওবায়দুল ইসলাম বলেন, বাংলাদেশ বিশ্বের ৭২তম দেশ হিসেবে এমএনপি সেবা চালু করে। প্রথম বছরে প্রায় সাত লাখ গ্রাহক এ সেবা গ্রহণ করলেও পরবর্তী ছয় বছরে ব্যবহারকারীর সংখ্যা তেমন বাড়েনি। বর্তমানে ৯৭ শতাংশ গ্রাহক এমএনপি ব্যবহার করেন না, যার প্রধান কারণ বিভিন্ন নিয়ন্ত্রণমূলক বাধা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিআরএনবির সভাপতি সমীর কুমার দে এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন।