কনফিগারেশন বা ইন্টারনেটের গতি ভালো নয়, এমন কম্পিউটারে ব্যবহারের জন্য জিমেইলে এইচটিএমএল ভিউ ব্যবহারের সুবিধা দিয়ে আসছে গুগল। এছাড়া যারা সহজভাবে ই-মেইলে প্লাটফর্ম ব্যবহার করতে চায় তাদের জন্য এটি সহায়ক ছিল। পরিষেবার উন্নয়ন ও গ্রাহকের সুবিধার্থে নতুন ফিচার আনার পাশাপাশি পুরনোগুলোও বন্ধ করে দিচ্ছে গুগল। যার অংশ হিসেবে আগামী বছর থেকে এইচটিএমএল ভার্সনও বন্ধ হয়ে যাবে।
সাপোর্ট পেজে এ বিষয়ে আপডেট দিয়েছে গুগল। সেখানকার তথ্যানুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে জিমেইল স্ট্যান্ডার্ড ভিউতে চলে যাবে। হ্যাকার নিউজের ব্যবহারকারীরা জানান, চলতি বছর শেষে ফিচারটি বন্ধের বিষয়ে গুগল তাদের ই-মেইল পাঠিয়েছে। ই-মেইল বার্তায় গুগল জানায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডেস্কটপ ও মোবাইল ওয়েবে জিমেইলের ব্যাসিক এইচটিএমএল ভিউ আর ব্যবহার করা যাবে না।মূলত এটি জিমেইলের পুরনো ভার্সন। দ্রুত ই-মেইলে প্রবেশের জন্য এ ভার্সনটি সুবিধাজনক হলেও এতে অন্যান্য ফিচার ছিল না। বর্তমানে কেউ এইচটিএমএল ভার্সন ব্যবহার করতে চাইলে গুগল থেকে দুর্বল ইন্টারনেট সংযোগের কারণে এমন নোটিফিকেশন দেখানো হয়।
ব্যাসিক এ ভার্সনটিতে চ্যাট, স্পেল চেকার, সার্চ ফিল্টার, কি-বোর্ড শর্টকাট ও রিচ ফরম্যাটিংসহ বিভিন্ন ফিচার নেই। তবে যেসব এলাকায় ইন্টারনেটের গতি কম বা দুর্বল সেসব স্থানে এর ব্যবহার উপকারী। পুরনো এ ভার্সন অপসারণ করার কথা জানালেও দুর্বল ইন্টারনেটের জন্য গুগল নতুন কোনো মোড আনবে কি না সে বিষয়ে কিছু জানা যায়নি। কেননা বর্তমানে জিমেইলসহ সব পরিষেবায় এআইয়ে ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে গুগল।
সূত্র : টেকক্রাঞ্চ র