Search
Close this search box.

‘গুগল প্লে মুভিজ’ বন্ধ হচ্ছে কবে

জনপ্রিয় অ্যাপ ‘গুগল প্লে মুভিজ অ্যান্ড টিভি’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ইতিমধ্যে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অ্যাপটি সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তিন বছর আগে ‘গুগল টিভি’ চালু করেছিল গুগল। সেই সময়ে ‘গুগল প্লে মুভিজ অ্যান্ড টিভি’ অ্যাপটিকেও সেটির সঙ্গে একীভুত (মার্জ) করে দেয় প্রতিষ্ঠানটি। এরপর গত বছরের অক্টোবরে হঠাৎ করেই গুগল অ্যান্ড্রয়েড টিভিতে ওই অ্যাপের নাম বদলে দেওয়া হয়। এরপর থেকেই অ্যপটির পরিষেবা ঠিকমতো কাজ করছিল না। অভিযোগ জানাতে থাকে গ্রাহকেরা। কিন্তু সুরাহা হয় না। অভিযোগ বাড়তেই থাকে। অবশেষে অ্যাপটি বন্ধই করার সিদ্ধান্ত নিল গুগল।

গুগল সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, আগামী জানুয়ারি থেকেই বন্ধ হচ্ছে ‘গুগল প্লে মুভিজ অ্যান্ড টিভি’ অ্যাপটি। এখন প্রশ্ন উঠেছে, যারা এই অ্যাপটি থেকে মুভি কিনেছিলেন, তারা কী আর কোনোভাবেই এটা ব্যবহার করতে পারবেন না? গুগল বলছে, এমনটি হওয়ার কোনও সুযোগ নেই। যারা অ্যান্ড্রয়েট টিভি বা এ ধরনের স্ট্রিমিং ডিভাইস ব্যবহার করেন, তারা শপ ট্যাবে গিয়ে ‘ইওর লাইব্রেরি’ সিলেক্ট করলেই ওই অ্যাপের পরিষেবা ব্যবহার করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ