ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা নিয়ে এসেছে মেটা। এখন থেকে ফেসবুক মেসেঞ্জারে পাঠানো মেসেজ এডিট করতে পারবেন। তবে এর জন্য নির্দিষ্ট সময় ধরে দেওয়া আছে। সেই সময়ের ভেতরই এডিট করতে হবে।
মেসেঞ্জারের পাঠানো মেসেজ এডিট করতে প্রথমেই সেন্ড করা মেসেজের ওপর ক্লিক করতে হবে। অপশনগুলোর ভেতর মোর এ ক্লিক করে, সেখান থেকে এডিট অপশনে ক্লিক করবেন। ফরওয়ার্ড, বাম্প, রিমোভের মতো অপশনের সঙ্গে এটিও দেখতে পাবেন।
এই অপশন শুধু ১৫ মিনিটের মধ্যে পাঠানো মেসেজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সময়সীমা পার হয়ে গেলে আর এডিট করা যাবে না। সেক্ষেত্রে আনসেন্ড করে নতুন মেসেজ পাঠানো যেতে পারে।
এ বিষয়ে মেটা জানিয়েছে, ব্যবহারকারীরা এডিট করা মেসেজ ‘রিপোর্ট’ করতে পারবেন। অর্থাৎ কোনো নেতিবাচক মেসেজ পাঠিয়ে পরে সেটা এডিট করলেও তা রিপোর্টযোগ্য হবে। এ ছাড়া মেটা কর্তৃপক্ষ এডিট হওয়ার আগের মেসেজ দেখে, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।
এর পাশাপাশি, এনক্রিপ্টেড চ্যাট চালুর ঘোষণা দিয়েছে মেসেঞ্জার।
মেটার মতে, ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ এর মাধ্যমে মেসেজ ও কলের বিস্তারিত তথ্য শুধু প্রেরক ও প্রাপক দেখতে পাবেন। এমনকি মেটার কাছেও তা দৃশ্যমান হবে না।