Search
Close this search box.

ঢাকাই সিনেমার বাঁক বদলের মাস জুন!

 

সব্যসাচী দাস ॥ কোভিড পরর্বতী স্বাভাবিক সময়ে বিশ্বব্যাপী সিনেমা শিল্প আগের অবস্থানে ফিরলেও বাংলাদেশের বেলায় এখনও হয়নি। এখনও যেন এই শিল্পে থেমে থেমে লকডাউন ভাব চলছে।  দিন দিন অবশিষ্ট সিনেমা হল বন্ধ হয়ে যাওয়া, নতুন সিনেমা নির্মাণে প্রযোজকদের উদাসীনতা, পেশাদার শিল্পী সংকট আরও অনেক কারণে আমাদের সিনেমা শিল্পের বেহাল দশা। এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো সিনেমা নির্মাণ হলেও হলে প্রর্দশন না হওয়া। সিনেমা ভালো হোক বা মন্দ হোক তার তো নিয়মিত প্রর্দশন থাকতে হবে। ২০২২ সালের জুন মাস চলছে। এই ছয় মাসে কয়টা সিনেমা হলে মুক্তি পেয়েছে! নিশ্চয়ই হাতে গুণে বলা যাবে।  তবে চলতি মাসে এই অবস্থার হয়ত অবসান ঘটবে! পুরো মাস জুড়ে সিনেমা হলে মুক্তি পাবে ছয়টি সিনেমা। চার সপ্তাহের মাসে ছয়টি সিনেমা, কম কথা নয়! বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তারা বলছেন, দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের অবস্থা ভালো যাচ্ছিল না। তা ছাড়া করোনা মহামারির কারণে গত দুই বছরে আরও পিছিয়েছে ঢাকার সিনেমা। এরই মধ্যে করোনা সংক্রমণ কমে আসায় ঈদুল ফিতরে মুক্তি দেওয়া ছবিগুলো কিছুটা আশার আলো দেখিয়েছে। লোকসানের ভয়ে যাঁরা সিনেমা প্রস্তুত করে ভালো সময়ের অপেক্ষায় বসে ছিলেন, তাঁরা এখন ছবির মুক্তির তৎপরতা শুরু করেছেন। আগামী ৩ জুন মুক্তি পাচ্ছে অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’। একই দিনে মুক্তি পাচ্ছে রাকিবুল আলমের ‘ভাইয়া রে’ ছবিটি। শামীম আহমেদের ‘বিক্ষোভ’ ও মোস্তাফিজুর রহমানের ‘হৃদ মাঝারে তুমি’ মুক্তি পাবে ১০ জুন। ১৭ জুন মুক্তি পাচ্ছে অনন্য মামুনের ‘অমানুষ’ ও সৈকত নাসিরের ‘তালাশ’।

সিনেমা গুলো নিয়ে নির্মাতা, প্রযোজক এবং  কলাকুশলীরা খুবই আশাবাদি। অমানুষ সিনেমা পরিচালক অনন্য মামুন গণমাধ্যমকে বলেছেন,  এখন সময়টা ভালো। ঈদের ছবিগুলো নিয়েও আলোচনা হয়েছে, এখনো চলছে। ঈদের সময় অনেকগুলো হল খুলেছে। ঈদুল আজহা পর্যন্ত হয়তো খোলা থাকবে সেগুলো। এমন পরিস্থিতিতে ভালো মানের ছবি দিতে পারলে দর্শকেরা হলে আসবেন। তার মতো অন্য নির্মাতারও এমনটাই আশা করছেন। বর্তমান সময়ে মানুষ আগের থেকে বেশি বিনোদন  খোঁজে এবং বিনোদিত হয়। সিনেমা এর মধ্যে সব থেকে জনপ্রিয় মাধ্যম, পুরো বিশ্বব্যাপী। আমাদের দেশের দর্শকদের এই শিল্পের মনুষেরা কিভাবে ধরে রাখবেন সেই চ্যালেঞ্জটা তারা নিশ্চয়ই অনুভব করেন।  ॥

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ