বিনোদন ডেস্ক ॥ টম ক্রুজ। এই নামটি জানেন না অথচ সিনেমা দেখেন এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া হয়তো মুশকিল। ৫৯ বছর বয়সের এই চির তরুণ হিরোর ঝুলিতে নাকি আজ পর্যন্ত একশ মিলিয়ন লাভের সিনেমা একটাও ছিল না। শেষে এই বয়সে এসে তারই একটি সিনেমার সিক্যুয়াল করে এই মাইলফলক স্পর্ষ করেছেন। ৩৬ বছর আগে এই ছবির প্রথম কিস্তি টপ গান দিয়ে অভিনেতা হিসেবে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন টম। মুক্তির পর নতুন ছবিটি নিয়ে সমালোচকেরা উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন। বেশির ভাগই এটাকে ‘প্রথাভাঙা সিকুয়েল’ হিসেবে উল্লেখ করেছেন। ২৭ মে মুক্তির পর প্রথম উইকেন্ডেই ১০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে ছবিটি। মুক্তির পর প্রথম তিন দিনে কেবল উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহ থেকেই ১২ কোটি ৪০ লাখ ডলার আয় করেছে টপ গান-এর সিকুয়েলটি।
সারা বিশ্ব মিলিয়ে তিন দিনের আয় ২৪ কোটি ৮০ লাখ ডলার। ছবিটির পরিবেশনার দায়িত্বে থাকা প্যারামাউন্ট পিকচার্সের স্থানীয় পরিবেশনা বিভাগের প্রেসিডেন্ট ক্রিস অ্যারনসন বলেন, ‘আয়ের এই অঙ্ক আশ্চর্যজনক, অবিশ্বাস্য। আমি সবার জন্য খুশি। কোম্পানির জন্য, টমের জন্য এটা দারুণ ব্যাপার।’ ১৯৮৬ সালে এই সিনেমার প্রথম কিস্তি মুক্তি পায়। তখন বয়সে টম ছিলেন তরুণ। দীর্ঘ সময় পর পরিনত বয়সে এসে নিজেকে পরখ করে প্রমাণ করলেন বিশ^ নন্দিত টম ক্রুজ।