স্টাফ রিপোর্টার \ নেশা জাতীয় দ্রব্য সেবন ও উচ্চস্বরে অশ্লীল গান-বাজনার বিরুদ্ধে প্রতিবাদ করায় কৃষ্ণ সরকার নামে এক ফটোগ্রাফারকে খুন করেছে বখাটেরা। ঘটনাটি ঘটেছে ঢাকা জেলার সাভার থানা এলাকার আড়া পাড়ার জমিদার বাড়ীর পুকুর ঘাটে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত নয়ন মনি(২৬) কে গ্রেফতার করেছে সিআইডি।
সিআইডি হেডকোয়ার্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর। তিনি জানান, গত ৩০ মে সাভারের আড়াপাড়ায় জমিদার বাড়ীর পুকুর পাড়ে গুরুতর জখমপ্রাপ্ত হন কৃষ্ণ সরকার নামের একজন ফটোগ্রাফার। পরবর্তীতে হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সে। ঘটনার একদিন পর নয়ন মনিকে মুল আসামি করে মামলা দায়ের করে নিহতের ভাই কৃষ্ণ গোবিন্দ সরকার। ছায়া তদন্তে প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয়ন মনি(২৬) কে গতকাল গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
সিআইডির প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায়, তার বাড়ি কুষ্টিয়া। শ্বশুর বাড়ি সাভারের আড়াপাড়া। সে প্রায়শই নেশা ও আড্ডা দেওয়ার সুবিধার্থে সেখানেই বেশিরভাগ সময় অবস্থান করে। সে গত ২৩ মে স্ত্রীসহ কুষ্টিয়া হতে বেড়ানোর জন্য শ্বশুর বাড়িতে আসে। শশুর বাড়িতে অবস্থানকালে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত তার অন্যান্য বখাটে বন্ধুদের নিয়ে জমিদার বাড়ির পুকুর পাড়ে নেশাজাতীয় দ্রব্য সেবন করে এবং উচ্চস্বরে অশ্লীল গান বাজনা করে। বিষয়টি নারী, শিশু ও অন্যান্য পথচারীসহ বসবাসরত বাসিন্দাদের জন্য অসহনীয় পর্যায়ের হওয়ায় ফটোগ্রাফার কৃষ্ণ সরকার প্রতিবাদ করেন। তিনি বখাটেদের আড্ডা দেখে তাদেরকে উক্ত স্থান ত্যাগ করার অনুরোধ জানান। কৃষ্ণ সরকারের অনুরোধ উপেক্ষা করে তারা তাকে হুমকি প্রদান করে এবং একপর্যায়ে নয়ন মনির নেতৃত্বে অন্যান্য বখাটেরা কৃষ্ণ সরকারকে মারধর করে ও ধারালো সুইচ গিয়ার দিয়ে কৃষ্ণ সরকারকে উপর্যুপরি বুকে ও পেটে আঘাত করে।
বিশেষ পুলিশ সুপার, মুক্তা ধর জানান, গুরুতর রক্তাক্ত অবস্থায় আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার শারীরিক অবস্থার অবনতি হলে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেয়া হয়।পরদিন ৩১ মে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।