স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিস সফরে গিয়ে সিরিজ খেলতে নামার আগে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে ম্যাচটির প্রথমদিনে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাকিয়েছেন ওপেনার তামিম ইকবাল। অপরাজিত ১৪০ রান করেছেন। তামিমের এ সেঞ্চুরিতে বাংলাদেশও প্রথমদিনে ২৭৪ রান করেছে। দাপট দেখাচ্ছে বাংলাদেশ।
অ্যান্টিগায় ১৬ জুন প্রথম টেস্ট দিয়ে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এ সিরিজের আগে তামিমের এ অসাধারণ ব্যাটিং দলকে মহা স্বস্তি দিয়েছে। ২৪০ বলে ১৯ চার ও ১ ছক্কায় দারুণ ইনিংস উপহার দিয়েছেন তামিম। নিজের শেষ টেস্টেই শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসেই রানের খাতা খোলার আগে আউট হয়ে যান তামিম। সেখান থেকে এ সেঞ্চুরি দলের জন্য অনেক বড় কিছু বয়ে এনেছে। দলও ৬ উইকেট হারিয়ে ৮২.৫ ওভারে ৩০০ রানের কাছে চলে যায়।
তামিমের সাথে নাজমুল হোসেন শান্তও (৫৪) অসাধারণ ব্যাটিং করেছেন। তামিম ও শান্ত মিলে দ্বিতীয় উইকেটে ১৪০ রানের জুটি গড়েছেন। তবে এই দুইজন ছাড়া আর কেউই তেমন জৌলুস ছড়াতে পারেননি। বিশেষ করে মুমিনুল হকের দিকে সবার নজর ছিল। কারণ, ব্যাটিংটা ভালো হচ্ছিল না। খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। রান পাচ্ছিলেন না। তাই টেস্ট অধিনায়কত্বই ছেড়ে দিয়েছেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে প্রস্তুতি ম্যাচে খেলতে নেমেও প্রথম ইনিংসে ব্যাটিংয়ে খারাপ সময় থেকে বের হতে পারেননি। রানের খাতা খোলার আগেই আউট হয়ে গেছেন। তবে তামিমের সেঞ্চুরি তা ভালোভাবেই পুষিয়ে দিয়েছে। নিজে ১৪০ রান করেছেন। দলও ২৭৪ রান করেছে।
সংক্ষিপ্ত স্কোর (প্রথমদিন শেষে):
বাংলাদেশ প্রথম ইনিংস: ২৭৪/৬; ৮২.৫ ওভার; তামিম ১৪০*, জয় ০, শান্ত ৫৪, মুমিনুল ০, লিটন ৪, ইয়াসির আহত অবসর ১১, সোহান ৩৫, মিরাজ ৬, মোসাদ্দেক ৬* ; লুইস ২/৪৪।