স্টাফ রিপোর্টার ॥ পারাবাত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মৌলভীবাজারে ঢাকা থেকে ছেড়ে আসা এই ট্রেনে অগ্নিকান্ড ঘটে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজারের শমসের নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মৌলভীবাজারের ভানুগাছ-শমসেরনগর স্টেশনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বেলা দুইটার পর অবশ্য ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। জানা গেছে, ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন পাওয়ার কার থেকে পাশের দুটি এসি বগিতে ছড়িয়ে পড়ে। তবে বর্তমানে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আগুন লাগা বগিগুলো সরিয়ে রেললাইন চলাচলের জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। আজ সকালে ঢাকাগামী দুটি আন্তনগর ট্রেন যাত্রীদের নিয়ে সিলেট রেলওয়ে স্টেশন ত্যাগ করেছে। বিকেলে আরও একটি আন্তনগর ট্রেন ঢাকার দিকে যাওয়ার কথা ছিল। তবে এ দুর্ঘটনার কারণে ওই ট্রেন বিলম্বে যাত্রা করার সম্ভাবনা রয়েছে। যাত্রীরা চাইলে বিকেল পৌনে চারটার পারাবত এক্সপ্রেসের টিকিট ফেরত দিতে পারবেন।
পারাবত ট্রেনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল৷ কমিটির আহ্বায়ক করা হয়েছে পূর্বাঞ্চলের ঢাকা বিভাগের পরিবহন কর্মকর্তা খায়রুল কবিরকে। অন্য সদস্যরা হলেন- বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট।
ট্রেনের পাওয়ার কার বা ইঞ্জিন রুম থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা নাজমুল ইসলাম। তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তারা দুর্ঘটনার কারণ, ক্ষয়ক্ষতি নির্ধারণ এবং কেউ দায়ী থাকলে তা চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেবেন।
দুর্ঘটনা কবলিত ট্রেনের যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, যাত্রীবাহী বগি থেকে পাওয়ার কারকে আলাদা করা হয়েছে৷ যাত্রীবাহী কোনো বগি ক্ষতিগ্রস্ত হয়নি। তবে রেলের একটি সূত্র জানিয়ে অন্তত তিনটি যাত্রীবাহী বগি আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে৷