Search
Close this search box.

অ্যান্টিগার বাতাসেই যত ভয় সাকিবদের!

অ্যান্টিগার বাতাসেই যত ভয় সাকিবদের!
মিথুন আশরাফ :

 

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পূর্নাঙ্গ সিরিজ শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার। বাংলাদেশ সময় রাত আটটায় প্রথম টেস্ট দিয়ে এ সিরিজ মাঠে গড়াবে। প্রথম টেস্টটি হবে অ্যান্টিগার নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। এ স্টেডিয়ামে বাংলাদেশের অভিজ্ঞতা সবচেয়ে খারাপ। বাংলাদেশ যে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হয়েছে, তা এই স্টেডিয়ামেই। কারণ, প্রচুর বাতাস। আর এ বাতাস নিয়েই ভয় পাচ্ছেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।

বাংলাদেশ ২০১৮ সালে সবশেষ ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ খেলে। অভিজ্ঞতা খুবই খারাপ। ২০০৪ সালের পর ১৪ বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস ব্যবধানে টেস্টে হারেনি বাংলাদেশ। কিন্তু ২০১৮ সালে গিয়ে অ্যান্টিগার নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে খেলতে নেমেই লেজেগোবরে অবস্থা হয় বাংলাদেশের। প্রথম ইনিংসে লাঞ্চের আগেই ৪৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মুমিনুল, লিটন, মিরাজ, সোহানরা কিছুই করতে পারেননি। ম্যাচটি ইনিংস ও ২১৯ রানে হারে বাংলাদেশ। এতটাই খারাপ অবস্থা হয়।
এবার সেই স্টেডিয়ামেই হবে প্রথম টেস্ট। তাতে করে বাতাসের প্রভাব নিয়ে কোচ ডোমিঙ্গো আছেন মহা বিপাকে। ডোমিঙ্গো যেন ভয় পাচ্ছেন।

ডোমিঙ্গো বলেছেন, ‘অনুশীলন ভালো কেটেছে। যে ভেন্যুতে আমরা খেলবো সেখানেই অনুশীলন করেছি। এখানকার কন্ডিশন, উইকেটের সঙ্গে মানিয়ে নিয়েছি। এখানে বাতাসের প্রবাহ থাকবে কিছুটা, বল ঘোরানোর ব্যাপারে অভ্যস্ত হতে হবে আমাদের। সব মিলিয়ে ভালো সময় যাচ্ছে।’
প্রথম টেস্ট খেলতে নামার আগে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলেছেন বাংলাদেশ ক্রিকেটাররা। ম্যাচটিতে যদিও সাকিব আল হাসান খেলেননি। তবে ব্যাটিং-বোলিং ভালোই হয়েছে। প্রস্তুতি সন্তুষ্টজনক হয়েছে। ম্যাচটি ড্র হয়েছে। ২৮৭ বলে ২১ চার ও ১ ছক্কায় অপরাজিত ১৬২ রান করেছেন তামিম ইকবাল। নাজমুল হোসেন শান্ত ৯৯ বলে ৯ চারে ৫৪ রান করেছেন। নুরুল হাসান সোহান ৩৫ রান করেন। বল হাতে পেসার মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন ৩টি করে উইকেট শিকার করেছেন।

প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা এরআগে জানিয়েছিলেন বাংলাদেশ পেসার এবাদত হোসেন। তিনি বলেছিলেন, ‘আমরা তিন দিনের একটা প্রস্তুতি ম্যাচ খেললাম। সবার ভালোই প্রস্তুতি হয়েছে। আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করেছে। তামিম ভাই দেড়শ রান করেছে এবং শান্ত পঞ্চাশ রান করেছে। আমাদের ব্যাটিং অর্ডারের সবাই ভালো ব্যাটিং করেছে। বোলিংয়ের দিক থেকে আমরা সবাই ভালো বোলিং করেছি। ভালো শুরু হয়েছে। মুস্তাফিজ যোগ দিয়েছে, প্রথম ওভারে দুই উইকেট। শেষ পর্যন্ত তিন উইকেট পেয়েছে। প্রস্তুতি হিসেবে এই তিন দিনের ম্যাচটা আমরা খুব উপভোগ করেছি।’

প্রস্তুতি ম্যাচ নিয়ে সন্তুষ্ট হওয়ার কথা কোচ ডোমিঙ্গোও বলেছেন। তিনি জানিয়েছেন, ‘ছেলেরা তিনদিনের ম্যাচ যেভাবে খেলেছে তাতে তৃপ্ত। ব্যাটসম্যানরা উইকেটে গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছে। বোলাররা মধ্য ওভারগুলোতে আঁটসাঁট বোলিং করেছে। প্রথম টেস্টে নামার আগে আমরা দারুণ সময় কাটিয়েছি।’

তবে এই টেস্টে নামার আগে পিঠের ইনজুরির কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ইয়াসির আলী রাব্বি। তার জায়গায় নুরুল হাসান সোহান প্রথম টেস্টে খেলতে পারেন। ডোমিঙ্গো জানান, ‘রাব্বি বাদে দলের সবাই ফিট আছে। প্রত্যেকেই প্রথম টেস্টে খেলার জন্য বিবেচনায় আছে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট, তিন ম্যাচের টি২০ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজে ১৬ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত সিরিজ অনুষ্ঠিত হবে। আগামীকাল অ্যান্টিগায় প্রথম ও ২৪ জুন সেন্ট লুসিয়ায় দ্বিতীয় ও শেষ টেস্ট হবে। এরপর ২ জুন ডমিনিকায় প্রথম, পরের দিন ৩ জুলাই একই ভেন্যুতে দ্বিতীয় ও গায়ানায় ৭ জুলাই তৃতীয় ও শেষ টি২০ হবে। শেষে গায়ানায় যথাক্রমে ১০, ১৩ ও ১৬ জুলাই ওয়ানডে অনুষ্ঠিত হবে। সিরিজে খেলতে নামার আগে অ্যান্টিগার বাতাস নিয়েই ভয় দেখা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ