Search
Close this search box.

পদ্মা সেতু দেশের জন্য অনেক বড় ব্যাপার, আমি খুব রোমাঞ্চিত : সাকিব

পদ্মা সেতু দেশের জন্য অনেক বড় ব্যাপার, আমি খুব রোমাঞ্চিত : সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে আগামীকাল শনিবার। এ সেতু নিয়ে রোমাঞ্চিত বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি বলেছেন, ‘আমাদের দেশের জন্য অবশ্যই অনেক বড় ব্যাপার। আমি যেহেতু দক্ষিণাঞ্চলের মানুষ, সে দিক থেকে আমার জন্য আরও বড় ব্যাপার। আমি খুব রোমাঞ্চিত। এটা সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখবে।’

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও পদ্মা সেতুর ছবি পোস্ট করে টাইগার টেস্ট অধিনায়ক লেখেন, ‘এবার বাড়ি ফেরার আনন্দটা অন্য সময়ের চেয়ে একদম আলাদা। তাই না? এবার স্বপ্নের সেতু ধরে স্বপ্ন যাবে বাড়ি!’

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে আজ। সেন্ট লুসিয়ায় বাংলাদেশ সময় রাত ৮ টায় টেস্টটি শুরু হবে। হোয়াইটওয়াশ এড়াতেই এ টেস্টে খেলতে নামবে বাংলাদেশ। সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে সাকিববাহিনী। সেন্ট লুসিয়া টেস্টে যদি বাংলাদেশ হারে, তাহলে হোয়াইটওয়াশ হবে। আর যদি জিতে, তাহলে সিরিজ ১-১ ড্র হবে। আর যদি বাংলাদেশ ড্র করে, তাহলে সিরিজ ০-১ ব্যবধানে হার হবে।

হোয়াইটওয়াশ এড়াতেই বাংলাদেশ ক্রিকেটাররা পুরোদমে প্রস্তুত। এ সিরিজের আনুষ্ঠানিক নাম হচ্ছে ‘পদ্মা সেতু ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ’। টেস্টে মাঠের পেরিমিটার বোর্ডে আছে পদ্মা সেতু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। দ্বিতীয় টেস্টে নামার আগে পদ্মা সেতু নিয়ে বলতে গিয়ে রোমাঞ্চিত হওয়ার কথা জানিয়েছেন সাকিব।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ