Search
Close this search box.

পদ্মা সেতু হাজার বছরের শ্রেষ্ঠ স্থাপনা : নৌপরিবহণ প্রতিমন্ত্রী

পদ্মা সেতু হাজার বছরের শ্রেষ্ঠ স্থাপনা : নৌপরিবহণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী বলেছেন, ‘পদ্মা সেতু আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ স্থাপনা। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস ও সংকল্পের বাস্তবায়ন। দেশি-বিদেশি সব ষড়যন্ত্র মোকাবিলা করে তিনি পদ্মা সেতু করেছেন। দেশরত্ন শেখ হাসিনা আমাদের মর্যাদার জায়গায় তুলে এনেছেন। হিমালয়ের চূড়ায় বসিয়েছেন।’

প্রতিমন্ত্রী শুক্রবার মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাট এবং মাদারীপুরের শিবচরের ইলিয়াস আহম্মেদ চৌধুরী (কাঁঠালবাড়ী) ঘাট পরিদর্শন এবং আগামীকাল শনিবার প্রধানমন্ত্রীর পদ্মা সেতু উদ্‌বোধন উপলক্ষ্যে নৌযান ও ঘাটগুলোর প্রস্তুতি পর্যবেক্ষণ শেষে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, উদ্‌বোধন ও সমাবেশকে ঘিরে সব ধরনের প্রস্তুতি রয়েছে। দক্ষিণাঞ্চলের মানুষ যারা লঞ্চে আসবে, তাদের সুবিধার জন‍্য ২০টির মতো পন্টুনের ব‍্যবস্থা, চলাচলের পথ এবং অন‍্যান‍্য সুযোগ-সুবিধা বিআইডব্লিউটিএর পক্ষ থেকে করা হয়েছে। এ সময় অন‍্যান‍্যের মধ‍্যে বিআইডব্লিউটিএর ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান মো. আব্দুস সাত্তার শেখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ