Search
Close this search box.

জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না সাকিব

জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফিরেই জিম্বাবুয়ে সফরে যাবেন বাংলাদেশ ক্রিকেটাররা। কিন্তু এই সফরে দলের সঙ্গে যাচ্ছেন না বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলবেন না সাকিব, তা আগেই জানা। এবার জানা গেল, জিম্বাবুয়ে সফরেও থাকছেন না সাকিব। আজ বৃহস্পতিবার মিরপুরে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে সাকিবের না খেলার বিষয়টি জানান। তিনি বলেন, ‘সিনিয়র খেলোয়াড়ের বেশিরভাগই এভেইলেবল। তারা সবাই খেলতে চায়। সিনিয়র মানে যারা খেলে সবাই-ই তো সিনিয়র, কয়েকজন ছাড়া এখন তো সিনিয়ররাই খেলছে। তারা জানিয়েছে তারা এভেইলেবল। সাকিব যাচ্ছে না, এটা আগেই আমাদের জানিয়েছে।’

জিম্বাবুয়ে সফরে ২২ জুলাই যাবে দল। আর ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে ১৮ জুলাই ফিরবেন ক্রিকেটাররা। জিম্বাবুয়ে সফরে তিন ওয়ানডে ও তিন টি২০ ম্যাচের সিরিজ রয়েছে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরে এক সপ্তাহের মধ্যেই আবার জিম্বাবুয়ে সফরে যেতে হবে ক্রিকেটারদের। ২৫ জুলাই একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টাইগাররা। ২৮, ৩০ জুলাই ও ১ আগস্ট যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর আগামী ৪, ৬ ও ৮ আগস্ট যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় টি২০ ম্যাচ মাঠে গড়াবে। সব ম্যাচই হারারেতে অনুষ্ঠিত হবে। এ সফরে বাংলাদেশ কী পূর্ণশক্তির দল পাঠাবে? এমন প্রশ্নও উঠছে।

ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানান, ‘অনেকে বলছিল দ্বিতীয় সারির দল যাবে। দ্বিতীয় সারির দল যাচ্ছে না, আমরা শক্ত বাংলাদেশ দল পাঠাতে চাই।’ সাথে যোগ করেন, ‘নির্বাচকদের সাথে আমরা বসেছিলাম। তারা একটা দল চূড়ান্ত করছেন। যে দল এখন আছে, তাদের সবাই থাকছে। জিম্বাবুয়েতে পূর্ণ শক্তির দল যাবে। হয়ত পয়েন্টের খেলা নয়, চ্যাম্পিয়নশিপ বা সুপার লিগ নয়। কিন্তু সিরিজটি গুরুত্বপূর্ণ। এজন্য আমরা গুরুত্বের সাথে নিচ্ছি। আমরা যাতে ভালো পারফরম্যান্স করতে পারি।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ