Search
Close this search box.

জানুয়ারিতে আসছে ছাত্রদের নতুন দল

স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। দলটির নেতৃত্বে থাকবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। দলটি তরুণদের উপর ভিত্তি করে গঠিত হবে। আগামী জানুয়ারিতে দলটির ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিভিন্ন জেলা সফর করে নতুন দল গঠনের বিষয়ে আলোচনা করেছেন এবং কমিটি গঠন করছেন। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একসাথে কাজ করে নতুন রাজনৈতিক শক্তির জন্ম দিতে চাচ্ছে। দলের লক্ষ্য হচ্ছে দেশে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা।

নাহিদ ইসলাম এবং তার নেতৃত্বাধীন এই নতুন রাজনৈতিক দলটি তরুণ সমাজের মধ্য থেকে সমর্থন পেতে চাচ্ছে। দলের সদস্যদের মধ্যে শহীদ পরিবারের সদস্য, সামাজিক ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি, কৃষক ও শ্রমিক শ্রেণি থেকে নেতৃবৃন্দ অন্তর্ভুক্ত করা হবে। দলের নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে জানুয়ারির মধ্যে এর কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

জুলাই-আগস্টের অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের আলোচনা শুরু হয় গত সেপ্টেম্বরেই। ৮ সেপ্টেম্বর রাষ্ট্র পুনর্গঠন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও ‘নতুন বাংলাদেশের’ রাজনৈতিক বন্দোবস্ত সফল করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির ৫৬ সদস্যের একটি কমিটি আত্মপ্রকাশ করে। প্রায় একই সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও বিভিন্ন জেলায় সফর শুরু করেন। ইতিমধ্যে প্রায় ১৫টি জেলায় তারা কমিটি ঘোষণা করেছেন। বাকি জেলাগুলোও প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটি ঢাকায় ২০টির বেশি থানাপর্যায়ের কমিটি ঘোষণা করেছে। এ ছাড়া সিলেট, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অন্যান্য জেলার কমিটিও প্রস্তুত রয়েছে বলে জানা গেছে। এই কমিটিগুলো নতুন দল গঠনে সহায়ক ভূমিকা পালন করবে বলে আন্দোলনের নেতারা জানিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ একটি গণমাধ্যমকে জানান, জানুয়ারির আগে আগে আমরা সব জেলার কমিটি ঘোষণা করব। এদিকে জাতীয় নাগরিক কমিটির পলিটিক্যাল অ্যাফেয়ার সেক্রেটারি আরিফুল ইসলাম আদীব গণমাধ্যমকে বলেন, আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত, রাজনৈতিক দলগুলোর গতানুগতিক ধারার যে রাজনীতি, সেটা থেকে বের হয়ে বাংলাদেশ পুনর্গঠনের জন্য এবং বাংলাদেশের জনগণের অধিকার রক্ষার প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন, শক্তিশালী করা। ইতিমধ্যে আমরা ঢাকার ২০টি জেলায় কমিটি ঘোষণা করেছি এবং অন্য জেলাগুলোর অনেক থানাপর্যায়ের কমিটি প্রস্তুত আছে। সূত্র: দেশ রূপান্তর

নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ণমাধ্যমকে বলেন, এটি জাতীয় নাগরিক কমিটির একক কোনো উদ্যোগ নয়, এটা তরুণদের উদ্যোগ। জাতীয় নাগরিক কমিটি সে উদ্যোগকে ফ্যাসিলিটেট করবে। আমাদের একটা আকাক্সক্ষা, নতুন রাজনৈতিক দল শহীদ ও আহতদের যে আকাঙ্ক্ষা সে স্পিরিটটা তাদের ধারণ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ