Search
Close this search box.

মেসিকে আরও এক বছর চায় পিএসজি

স্পোর্টস রিপোর্টার ॥ লিওনেল মেসিকে আরও এক বছর চায় পিএসজি। চুক্তির প্রস্তাব করেছে পিএসজি। স্প্যানিশ দৈনিক মার্কা এমনটি জানিয়েছে। মেসির সঙ্গে আসছে মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি রয়েছে আর্জেন্টাইন অধিনায়কের।

এর আগে ২০২১ সালে ১৬ বছরের সম্পর্ক শেষে প্রাণের ক্লাব বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি দিয়েছিলেন মেসি। তবে প্রথম মৌসুমটি তার মোটেও ভালো কাটেনি। যদিও দলের সঙ্গে মানিয়ে নেওয়া, ইনজুরি, করোনা ও অন্য অনেক কারণে নিজেকে মেলে ধরতে পারেননি।

যদিও এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো বিবৃতি দেয়নি কোনো পক্ষ। তবে পিএসজি কর্তৃপক্ষ এই চুক্তির ব্যাপারে বেশ আগ্রহ দেখিয়েছে।

চ্যাম্পিয়ন্স লিগ ব্যর্থতার পর সমর্থকদের দুয়োধ্বনিও শুনতে হয়েছিল মেসিকে। গুঞ্জন উঠেছিল পিএসজির সঙ্গে হয়তো সম্পর্ক শেষ হতে পারে এই তারকা ফুটবলারের। যদিও ক্লাবটির তরফে বারবার বলা হয়েছে মেসিকে নিয়েই সব পরিকল্পনা তাদের। আরেকবার প্রমাণ মিলল সেটির। দলের হয়ে খুব বেশি ভালো করতে না পারলেও এখনই মেসির ওপর থেকে আস্থা হারাচ্ছে না পিএসজি।

স্প্যানিশ দৈনিক ‘মার্কার’ দাবি, আর্জেন্টাইন  তারকার ২০২৩ সাল পর্যন্ত পিএসজিতে থাকার কথা থাকলেও আরও এক বছর চুক্তির মেয়াদ বাড়াতে চাইছে ক্লাব কর্তৃপক্ষ। যদিও কাগজে-কলমে এখনো কোনো চুক্তি করেনি তারা।

পিএসজিতে নিজের ভবিষ্যৎ নিয়ে এখনই কোনোকিছু ভাবতে চাইছেন না মেসি। বর্তমানে তার চোখ শুধু কাতার বিশ্বকাপের দিকে। এরপর এসব নিয়ে ভাবতে চান ৩৫ বছর বয়সী এই ফুটবলার।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ